শিরোনাম
◈ অ‌ক্টোব‌রে বাংলাদেশ সফরে ৩‌টি ক‌রে ওয়ান‌ডে ও টি-‌টো‌য়ে‌ন্টি সি‌রিজ খেল‌বে ও‌য়েস্ট ই‌ন্ডিজ ◈ ভুয়া ফুটবল দল সাজিয়ে জাপান-যাত্রা, ধরা পড়ে ফেরত পাঠিয়েছে ২২ জনকে! ◈ উচ্চশিক্ষার আগ্রহী শিক্ষার্থীদের বিনা খরচে জাপানে মাস্টার্স ও পিএইচডি করার সুযোগ, সাথে আর্থিক সহায়তাও মিলবে ◈ সাতরাস্তায় শিক্ষার্থীদের অবরোধ, যান চলাচল বন্ধ ◈ আঞ্চলিক হুমকি নিয়ে ভারতের সতর্কবার্তা: বাংলাদেশে মৌলবাদ, চীন সীমান্ত অচলাবস্থা ও পাকিস্তানের ভূমিকা ◈ ইরানে অনুপ্রবেশ করে নারী মোসাদের দুর্ধর্ষ অভিযান (ভিডিও) ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লিগ, বরুশিয়ার নি‌শ্চিত জয় রুখে দিলো জুভেন্টাস ◈ দূর্গা পুজাতে ভারতে গেল ৮ ট্রাক ইলিশ ◈ এমবাপ্পের দুই পেনাল্টি গোলে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে রিয়াল মাদ্রিদের শুভ সূচনা ◈ যে কারণে শিবির ক্যাম্পাসে জিতছে, সেই কারণেই বিএনপি জাতীয় নির্বাচনে জিততে পারে: দ্য ডিপ্লোম্যাটের নিবন্ধ

প্রকাশিত : ২৯ অক্টোবর, ২০২৪, ১১:৪৫ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ১২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্য মামুনের সিনেমা এবার নিষিদ্ধ করল সার্টিফিকেশন বোর্ড

সেন্সর ইস্যুতে ফের বিপাকে পড়লেন নির্মাতা অনন্য মামুন। তাঁর ‌‘মেকআপ’ সিনেমাটি এবার প্রদর্শন  অযোগ্য বলে নিষিদ্ধ ঘোষণা করেছে সেন্সর সার্টিফিকেশন বোর্ড। আজ রোববার তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত একটি প্রজ্ঞাপনে এমনটাই জানানো হয়।

প্রজ্ঞাপনে বলা হয় যে, সিনেমাটির প্রযোজক আজমাত রহমান বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আইন ২০২৩-এর ১২(১) উপধারা লঙ্ঘন করে আপিল আবেদন করায় বাংলাদেশ চলচ্চিত্র সার্টিফিকেশন আপিল কমিটি কর্তৃক এটি নাকচ করা হয়েছে। অর্থাৎ ৩০ দিনের মধ্যে আপিল আবেদনের নিয়ম সংক্রান্ত কারণে এর প্রদর্শনী নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। এ বিষয়ে অবশ্য প্রযোজক কিংবা নির্মাতার মন্তব্য পাওয়া যায়নি।  

ফলে ‘মেকআপ’ সিনেমাটি সার্টিফিকেটবিহীন চলচ্চিত্র হওয়ায় সারাদেশে এর প্রদর্শনী নিষিদ্ধ করা হয়েছে। প্রজ্ঞাপনে আরও জানানো হয় যে, সিনেমাটি কোথাও প্রদর্শিত হলে তা বাজেয়াপ্ত করাসহ দোষীদের বিরুদ্ধে আইননানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

২০২১ সালে মুক্তির উদ্দেশ্যে সদ্য বিলুপ্ত সেন্সর বোর্ডে জমে পড়েছিল মেকআপ। তখন সিনেমাটিতে এ অঙ্গনের মানুষদের বাজেভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ তুলে তা নিষিদ্ধ ঘোষণা করা হয়েছিল।

প্রসঙ্গত, চলচ্চিত্র জগতের গল্প নিয়ে নির্মিত সিনেমা মেকআপ। এতে অভিনয় করেছেন তারিক আনাম খান, জিয়াউল রোশান, নিপা আহমেদ রিয়েলি প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়