শিরোনাম
◈ ভারত-পাকিস্তান উত্তেজনা, বাংলাদেশ সীমান্তে ভারতের কড়া নজরদারি: রিপোর্ট ◈ ইসলামপন্থি দলগুলো বিএনপি নাকি জামায়াত কোন দিকে ঝুঁকছে? ◈ ইসরায়েল ইতিহাসের ভয়াবহতম দাবানলে জ্বলছে, চাইলো আন্তর্জাতিক সহায়তা ◈ শ্রমিকদের আগের অবস্থায় রেখে নতুন বাংলাদেশ গড়া অসম্ভব: প্রধান উপদেষ্টা ◈ বজ্রসহ বৃষ্টির আভাস দেশজুড়ে, ১০টি পদক্ষেপ গ্রহণের পরামর্শ  আবহাওয়া অধিদপ্তরের  ◈ বাতিল হচ্ছে দেড়শ বছরের আইন: জুয়ার শাস্তি বাড়ছে ২ হাজার গুণ ◈ সৌদি আরবে ‘হুরুব’ আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা ◈ চীন নারী ফুটবল দল পাঠাতে চায় বাংলা‌দে‌শে, পুরুষ ক্রিকেট দল‌কে চী‌নে আমন্ত্রণ ◈ জাপা‌নি ক্লা‌বের কা‌ছে হে‌রে  এএফ‌সি চ্যাম্পিয়নস লিগ থেকে রোনাল‌দোর আল নাস‌রের বিদায় ◈ ছাত্রীদের সঙ্গে প্রতারণামূলক প্রেম ও ধর্ষণের অভিযোগে চীনা অধ্যাপক বরখাস্ত

প্রকাশিত : ১৮ আগস্ট, ২০২৪, ১২:৫৭ রাত
আপডেট : ৩১ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

অনন্য মামুনকে এলিনা : আরও অনেক ‘স্ক্রিনশট’ আছে

অভিনেত্রী এলিনা শাম্মী অভিযোগ এনেছেন নির্মাতা অনন্য মামুনের বিরুদ্ধে। তবে এলিনার অভিযোগের পরে মুখ খুলেছেন নির্মাতাও। তাদের পাল্টাপাল্টি অভিযোগে দেশের মিডিয়াপাড়া সরব হয়ে উঠেছে।

প্রথমে এলিনা শাম্মী দাবি করেন, ভারতে ‘দরদ’ সিনেমায় ১৯ দিন শুটিং করিয়ে অনন্য মামুন তাকে মাত্র ১৬ হাজার টাকা দিয়েছেন। চুক্তি অনুযায়ী বাকি টাকা এখনও দেননি। নির্মাতর কাছ থেকেও কোনো সহযোগীতাও পাননি তিনি।

এই অভিযোগের পর ফেসবুকে অনন্য মামুন লিখেছেন, ‘এলিনা প্রতিদিন ১০ হাজার টাকা করে নেয়ার চুক্তি করেন। কিন্তু একপর্যায়ে অভিনেত্রী তার কাছে দাবি করেন, সম্ভব হলে তিনি যতটুকু পারেন, মামুন যেন তাকে সেই পারিশ্রমিক দেন।’

মামুন আরও জানায়, ‘কালও যখন আমার সাথে কথা হল, তখনও বলল আপনারা ইচ্ছামতো দিয়েন। আমি সেটার ছবিসহ প্রমাণ দিলাম।’

এদিকে এলিনার দাবি করেছিলেন যে তিনি ১৯ দিন ‘দরদ’এ কাজ করেছিলেন। সে ব্যাখ্যায় মামুন উল্লেখ করেন, ‘উনি ৫ দিন কাজ করেছেন। যেহেতু শুটিং ভারতে হয়েছে আমি উনাকে বলি আপনার শুটিং কিন্তু ৫ দিন। তখন উনি বলেন, না মামুন ভাই পুরো শুটিংয়ে আমি থাকতে চাই। নতুন কিছু শিখব। এক শিল্পীকে হোটেল ভাড়া দিয়ে ১৯ দিন রাখতে কত টাকা খরচ হয় সেটা আপনারা জানেন।’

অভিনেত্রী এলিনাকে সিনেমায় টাকা দেয়া হয়নি, এমন অভিযোগের ব্যাখ্যায় মামুন লেখেন, ‘উনার কাছে কি কোন চুক্তিপত্র আছে যে উনি আমার কাছে টাকা পাবেন। আর টাকা পেলেও সেটা প্রোডাকশন হাউজের কাছে পাবে। পরিচালকও শিল্পীদের মতো চুক্তিবদ্ধ কারিগর।’

সবশেষ এলিনার উদ্দেশ্যে এই নির্মাতা বলেন, ‘বলতে চাই আপনার যদি এতই অভিযোগ থাকে তাহলে সেটা ২০২৩ নভেম্বরের শুটিং শেষ হওয়ার পর বলা উচিত ছিল। এত দিন পরে কেন? উত্তরটা হল এখন সবাইকে জানাতে হবে আপনি ‘দরদ’ সিনেমায় কাজ করেছেন। এবার চরম সত্য একটা কথা বলি এর আগেও আপনি একজন পরিচালকের বিরুদ্ধে অভিযোগ করেছিলেন, আর তখন আমরা মিডিয়ার মানুষ জানতে পারি এলিনা শাম্মী বলে আমাদের একজন শিল্পী আছে। আমার শিক্ষা হল আমি অনুরোধে কোন শিল্পীকে আর কাজে নিব না। চুক্তিপত্র ছাড়া কোন কাজ করব না। জানি, এই লেখার পরে আপনি হয়তো আরও অনেক অভিযোগ করবেন। আমি আপনাকে সম্মান করে সব অভিযোগ মেনে নিব।’

অনন্য মামুনের এই স্ট্যাটাসের পর পাল্টা মন্তব্য করেন শাম্মী। যেখানে অভিনেত্রী লেখেন, ‘খুব ভালো করেছেন এই পোস্ট দিয়ে। এখানে আমার অন্যায় কোথায়? কি দিয়ে কি ঢাকতে চান? ধন্যবাদ, এটা আরও ভালো হলো। আরও অনেক স্ক্রিনশট আছে যেগুলো আমি দিয়ে দিচ্ছি। হোয়াটসঅ্যাপে আপনার গার্লফ্রেন্ড যেসব কথা আমাকে বলেছিলো, সেগুলো এবার পোস্ট দেয়ার সময় এসেছে। আপনি যেগুলো লিখেছিলেন আর ভারতে শুটিংয়ের সময় কি করেছিলেন সব পোস্ট করার সময় এখনই।

অভিনেত্রীর এই মন্তব্যের জবাবে মামুন লেখেন, ‘জ্বি, সম্মানিত শিল্পী। আপনার তো আমাদের অফিসে এসে ২০ তারিখে কথা বলার কথা। তার আগেই আপনি সাংবাদিকদের কাছে অভিযোগ করেছেন। তার চাইতে বড় কথা এই অভিযোগগুলো আমাকেও কোনোদিন জানানি। আমার কথায় কি কোন ভুল আছে সম্মানিত শিল্পী?’
 
এই নির্মাতা আরও লেখেন, ‘অবশ্যই আমি সেগুলোর অপেক্ষায় আছি সম্মানিত শিল্পী। সেটা আমি আমার স্ট্যাটাসের শেষ লাইনে লিখেছি। কারণ দশ মেয়েকে দিয়ে এসএমএস করে, সবাইকে আমার প্রেমিকা বানাইতে পারেন। আর দেখলেন তো আপনার আসল চেহারে বেরিয়ে এসেছে।’

প্রসঙ্গত, গত বুধবার রাতে ফেসবুকে নাম প্রকাশ না করে নির্মাতা মামুনের বিরুদ্ধে একাধিক অভিযোগ তোলেন এলিনা শাম্মী। অভিনেত্রীর সেই অভিযোগের পরই অনন্য মামুন এক স্ট্যাটাসে লেখেন, ‘একজন অদক্ষ অভিনেতা আমার সিনেমায় কাজ না করতে পেরে এখন গভীর ষড়যন্ত্রে লিপ্ত। টিজারে নিজের মুখটা না দেখতে পারাই কি কষ্ট?’ সূত্র : সময়টিভি

  • সর্বশেষ
  • জনপ্রিয়