শিরোনাম
◈ ৫.৭ মাত্রার ভূমিকম্পে মেট্রোরেলের ৪টি স্টেশনে ফাটল, খসে পড়েছে টাইলস ◈ ৩২ ঘণ্টায় চার ভূমিকম্প: ঢাকায় বড় কম্পনের শঙ্কা বাড়ছে ◈ ঢাকায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই ঝুঁকিপূর্ণ, বড় ভূমিকম্পে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কা ◈ ভূমিকম্পে হতাহত পরিবারকে আর্থিক সহায়তার ঘোষণা ◈ উত্তপ্ত আন্ডারওয়ার্ল্ড: আধিপত্যের লড়াইয়ে বাড়ছে খুন-খারাপি ও চাঁদাবাজি ◈ ভূমিকম্পে ফাঁটল: আতঙ্কে ছাত্রাবাস ছেড়ে সড়কে রাত কাটাচ্ছেন ঢাকা পলিটেকনিকের শিক্ষার্থীরা (ভিডিও) ◈ বকশিবাজারে আলিয়া মাদরাসায় ২ গ্রুপের সংঘর্ষ, পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী (ভিডিও) ◈ ভারত আইনগতভাবে হাসিনাকে ফেরত পাঠাতে বাধ্য: নিরাপত্তা বিশ্লেষক মুনিরুজ্জামান ◈ ভূমিকম্পে মৃত্যু: ছেলেকে হারিয়ে নিজেকেই দায়ী করছেন মা নিপা ◈ মুশফিককে কেন রেকর্ড গড়ার সুযোগ দেওয়া হয়নি, ব্যাখ্যা দিলেন আশরাফুল

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৫০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুসিক উপ-নির্বাচন

এবার নতুন ভোটাররা রাখতে পারেন নিয়ামক ভূমিকা, চান টেকসই উন্নয়ন

শাহাজাদা এমরান, কুমিল্লা: [২] আগামী ৯ মার্চ অনুষ্ঠিতব্য মেয়র পদে উপ-নির্বাচনে ১২ হাজার ৫৩৮ জন ভোটার এবারই প্রথম বারের মত কোন সিটি কর্পোরেশনের নির্বাচনে ভোট প্রদান করবেন। নতুন এই ভোটাররাই মেয়র পদে ফলাফল নির্ধারণে নিয়ামক ভূমিকা পালন করতে পারেন। তরুণ এই ভোটারদের দাবি, যিনি মেয়র হবেন তিনি যেন নগরীতে টেকসই উন্নয়ন করেন। নতুন নতুন কর্মসংস্থান সৃষ্টি করে কুমিল্লা নগরীকে যেন বেকারমুক্ত করা হয়। গ্রিন এবং ক্লিন সিটিও দেখতে চান এই তরুণ ভোটাররা। 

[৩] কুমিল্লা সিটি কর্পোরেশন নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেনের দপ্তর সূত্রে জানা গেছে, এবার কুমিল্লা সিটির ২৭টি ওয়ার্ডে ভোটার সংখ্যা ২ লাখ ৪২ হাজার ৪৫৮। ২০২২ সালে ভোটার ছিলেন ২ লাখ ২৯ হাজার ৯২০ জন। প্রায় ২১ মাসের ব্যবধানে ২৭টি ওয়ার্ডে নতুন ভোটার হিসেবে যুক্ত হয়েছেন ১২ হাজার ৫৩৮ জন। এবার ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএমে) ভোট দেবেন ভোটাররা। গত তিনটি নির্বাচনের মধ্যে দুটি নির্বাচন ইভিএমে হয়েছে। এবারও ইভিএমে ভোট হবে।

[৪] কুমিল্লা নগরের ধর্মসাগরপাড় এলাকার বাসিন্দা ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তাহসীন জামাল বলেন, ‘সড়কের অবস্থা খারাপ। সড়ক ঠিক করতে হবে। কান্দিরপাড়ে যানজট লেগেই থাকে। পরিকল্পিত ও পরিচ্ছন্ন নগরী চাই।’

[৫] কুমিল্লা নগরের রেসকোর্স এলাকার ভোটার ইসরাত জালাল বলেন, ‘কুমিল্লা প্রাচীন শহর। কিন্তু শহরটি পরিকল্পিতভাবে গড়ে ওঠেনি। একটা ঘিঞ্জি পরিবেশ। উন্নয়নকাজগুলো পরিকল্পিত হওয়া দরকার।’

[৬] নগরের আশ্রাফপুর এলাকার ভোটার সুমাইয়া আক্তার বলেন, ‘শহরে যানজট বেশি। বিভিন্ন ধরনের যানবাহনের কারণে যানজট ক্রমে বাড়ছে। নতুন মেয়রের কাছে যানজটমুক্ত নগরী চাই।’

[৭] অশোকতলা এলাকার ভোটার কাউসার আহমেদ বলেন, ‘কর্মসংস্থানের সুযোগ চাই। কাজের প্রতিশ্রুতি যিনি দেবেন, তাকে ভোট দেব।’

[৮] হীরাপুর এলাকার ভোটার সালমা বেগম বলেন, নারীদের কাজের ক্ষেত্র তৈরি করতে হবে। প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান তৈরি করতে হবে।

[৯] নাম প্রকাশ না করার শর্তে তিনজন ভোটার বলেন, এখানে বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতি খুবই নাজুক। সড়কের মধ্যে নালার পচা দুর্গন্ধযুক্ত তরল ময়লা ফেলা হয়। সড়ক সম্প্রসারণও কম হচ্ছে। অতীতে সড়কের ও নালার উন্নয়নকাজ টেকসই হয়নি। সমন্বয় করে নগরের উন্নয়ন চাই।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়