শিরোনাম
◈ সাবেক ১০ সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ আজ ◈ তারেক রহমানকে বহনকারী ফ্লাইট থেকে মধ্যরাতে দুই কেবিন ক্রু প্রত্যাহার করলো বিমান ◈ নির্বাচন ও গণভোট ঘিরে সরব কূটনীতিকরা: কঠোর নিরাপত্তার বার্তা সরকারের ◈ ভালুকায় হিন্দু যুবককে পিটিয়ে পুড়িয়ে হত্যা, কী ঘটেছিল সেখানে ◈ পদত্যাগ করে ধানের শীষে নির্বাচন করার ঘোষণা অ্যাটর্নি জেনারেলের ◈ গ্রিসের ক্রিট উপকূলে মাছ ধরার নৌকা থেকে বাংলাদেশিসহ ৫ শতাধিক আশ্রয়প্রার্থী উদ্ধার ◈ প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো শুরু, যে প্রক্রিয়ায় ভোট দেবেন তারা ◈ বিশ্ব গণমাধ্যমে শহিদ ওসমান হাদির জানাজায় জনস্রোতের খবর ◈ শহীদ হাদির কবর দেখতে মানুষের ভিড়, রাতেও থাকবে পুলিশি প্রহরা ◈ হা‌দির মৃত‌্যু‌তে গ‌র্জে উ‌ঠে‌ছে বাংলা‌দেশ, যৌথবাহিনীর অভিযান আর গানম্যানে কি আইন-শৃঙ্খলা ফিরবে?

প্রকাশিত : ১৯ নভেম্বর, ২০২৩, ০৯:০২ রাত
আপডেট : ২০ নভেম্বর, ২০২৩, ০১:৪২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিএনপি নির্বাচনে এসে সহায়তা চাইলে অবশ্যই সহায়তা করবো: ইসি আলমগীর 

এম এম লিংকন: [২] এখন পর্যন্ত দ্বাদশ জাতীয় নির্বাচনে অংশগ্রহণে কোনও ধরনের সাড়া না দেয়া বিএনপি প্রসঙ্গে এমন মন্তব্য করে নির্বাচন কমিশনার মো. আলমগীর বলেন, রাজনৈতিক দলগুলোকে নিয়ন্ত্রণ করার দায়িত্ব আমাদের না। যারা নির্বাচনে অংশ নেবে তাদের জন্য সব ধরনের চেষ্টা করা হবে। 

[৩] রোববার (১৯ নভেম্বর) নির্বাচন ভবনের নিজ দপ্তরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন তিনি। সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাবেক এই ইসি সচিব বলেন, যারা নির্বাচনে না আসবে  তাদের ব্যাপারে আমাদের কিছু করার নেই।

[৪] বিরোধী দলগুলো পুলিশ-প্রশাসেনর ভূমিকা নিয়ে অনেক অভিযোগ তুলে থাকে এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে কোনো অভিযোগ আসলে এবং প্রমাণ হলে ব্যবস্থা নেয়া হবে। তবে অভিযোগ সুনির্দিষ্ট হতে হবে এবং তথ্যবহুল হতে হবে।

[৫] নির্বাচনের পরিবেশ নেই- এমন অভিযোগ রয়েছে বেশ কিছু রাজনৈতিক দলের এই প্রশ্নের উত্তরে মো. আলমগীর বলেন, ১৯৭০ সাল থেকে আমি দেখে আসছি চিরকাল সরকারি দল এবং বিরোধী দল পরস্পরের ওপর অভিযোগ করে থাকে। 

[৫] তিনি জানান,প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল ঘোষিত তফসিল অনুযায়ী, ২০২৪ সালের ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের ভোট গ্রহণ হবে। এর মধ্যে ক্ষমতাসীন দল আওয়ামী লীগসহ ১০টি দল জোটবদ্ধ হয়ে ভোটে অংশ নিতে ইসিতে আবেদন করেছে এবং দলগুলো মনোনয়ন ফরমও বিক্রি শুরু করেছে। 

[৬] এদিকে বিএনপি ও সমমনা দলগুলো এখনো তত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনের দাবিতে হরতাল ও অবরোধের মতো কর্মসূচি পালন করছে। সম্পাদনা: সমর চক্রবর্তী 

  • সর্বশেষ
  • জনপ্রিয়