শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ০৩ জুলাই, ২০২৫, ০৯:১১ রাত
আপডেট : ০৪ জুলাই, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইভিএমের অধ্যায় শেষ হলো স্থানীয় নির্বাচন থেকেও

জাতীয় সংসদ নির্বাচনের পর এবার স্থানীয় সরকার নির্বাচনেও ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের পথ থেকে পুরোপুরি সরে এসেছে নির্বাচন কমিশন (ইসি)। ২০২৫ সালের ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা জারি করে ইসি জানিয়েছে, স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইভিএমের জন্য কোনো ভোট কক্ষ থাকছে না। 

স্থানীয় সরকার নির্বাচনে ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা-২০২৫ জারি করে এমন সিদ্ধান্তে এসেছে কমিশন। গত ২৬ জুন নীতিমালার গেজেট করা হলেও বৃহস্পতিবার (৩ জুলাই) প্রকাশ করে সংস্থাটি।

ইসির এক কর্মকর্তা জানান, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে ২০২৩ সালের করা নীতিমালায় ইভিএমে ভোটদানের জন্য পৃথক ভোটকক্ষ স্থাপনের বিধান ছিল, যা এবারের নীতিমালা থেকে বাদ দেওয়া হয়েছে। যার সংসদ নির্বাচনের সঙ্গে সঙ্গে স্থানীয় সরকার নির্বাচনগুলোতে ইলেকট্রনিক ভোটিং মেশিনের জন্য (ইভিএম) রাখা হবে না কোনো ভোটকক্ষ। 

২০১৮ সালের সংসদ নির্বাচনের আগে হঠাৎ করে দেড় লাখ ইভিএম কেনে নির্বাচন কমিশন। তবে পাঁচ বছরের মধ্যে এক লাখ ২০ হাজার মেশিন অচল হয়ে পড়ে। সেগুলো মেরামতের জন্য নতুন প্রকল্প চাইলেও সরকার তা অনুমোদন দেয়নি। অর্থ ছাড়াই মেয়াদ বাড়ানোর চেষ্টা করলেও সেটিও নাকচ হয়। ফলে চলতি বছর প্রকল্পটি বাতিল করে ইসি। এ নিয়ে দুর্নীতি দমন কমিশন তদন্ত শুরু করেছে এবং ইসির ছয়জন কর্মকর্তাদের তলব করে বক্তব্যও নিয়েছে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে ‘ভোটকেন্দ্র স্থাপন ও ব্যবস্থাপনা নীতিমালা, ২০২৫’ জারি করে ইভিএম ও ভোটকেন্দ্র স্থাপনে ডিসি, এসপি, ইউএনও, ওসির সমন্বয়ে কমিটি বাদ দিয়েছে সংস্থাটি। আর ভোট কেন্দ্র স্থপনে রাখা হয়েছে ইসির কর্মকর্তাদের। অন্যসব নীতি প্রায় আগের মতোই আছে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়