শিরোনাম

প্রকাশিত : ০২ মে, ২০২৪, ০৯:৩৩ রাত
আপডেট : ০২ মে, ২০২৪, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উপজেলা নির্বাচনে প্রভাব খাটানোর প্রমাণ পেলে প্রার্থিতা বাতিল: ইসি রাশেদা 

কালাম আজাদ, পাবনা: [২] উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা এমপি মন্ত্রীদের প্রভাব খাটালে প্রার্থীতা বাতিলসহ কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়েছেন নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা।

[৩] বৃহস্পতিবার  পাবনা জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

[৪] রাশেদা সুলতানা বলেন, মন্ত্রী এমপিরদের প্রতি অনুরোধ থাকবে তারা যেনো নিজের পছন্দের প্রার্থীকে জেতাতে ক্ষমতার অপব্যবহারের চেষ্টা না করেন। এর ব্যত্যয় হলে, কমিশন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবে।

[৫]স্থানীয় প্রশাসনকে নিরপেক্ষ আচরণের নির্দেশনা দিয়ে ইসি কমিশনার রাশেদা সুলতানা বলেন, পক্ষপাতমূলক আচরণের প্রমাণ মেলে সরকারি কর্মকর্তাদেরও চাকুরিচ্যুত করা সহ কঠোর আইনগত ব্যবস্থা নেবে কমিশন।

[৬] রাজশাহী বিভাগের স্থানীয় সরকারের পরিচালক পারভেজ রায়হানের সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন রাজশাহী রেঞ্জের উপ মহাপুলিশ পরিদর্শক আনিসুর রহমান,  ৫৯ বিজিবির কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্ণেল গোলাম কিবরিয়া, পাবনা জেলা প্রশাসক মু. আসাদুজ্জামান, পুলিশ সুপার আকবর আলী মুনসী ও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা দেলোয়ার হোসেন। সম্পাদনা: কামরুজ্জামান

এসবি২

  • সর্বশেষ
  • জনপ্রিয়