শিরোনাম
◈ পারস্পরিক শুল্ক সংকট: চূড়ান্ত দর-কষাকষিতে বাংলাদেশ ◈ আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাংলাদেশির ভাগ্যবদল: লটারিতে জিতলেন ৮০ কোটি টাকা ◈ ২৪ ঘণ্টায় গাজায় নিহত ১১৮, যুদ্ধবিরতির প্রস্তাব পর্যালোচনায় হামাস ◈ ‘মব এবং জনদুর্ভোগ সৃষ্টি হলে কঠোর পদক্ষেপ নেবে সেনাবাহিনী’ ◈ হোটেলে নারীকে মারধর করা বহিষ্কৃত যুবদল নেতার বিরুদ্ধে মামলা, গ্রেপ্তারের চেষ্টায় পুলিশ ◈ বনানীর জাকারিয়া হোটেলে ঢুকে নারীদের ওপর যুবদল নেতার হামলা, ভিডিও ◈ দাঁড়িপাল্লা প্রতীকসহ জামায়াতের নিবন্ধন পুনর্বহালের গেজেট প্রকাশ ◈ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থান ও শহীদ দিবস পালনের নির্দেশ ◈ তিন দিনের ছুটিতে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা, পাবেন না যারা ◈ উচ্চ ও নিম্ন আদালতকে ফ্যাসিস্টমুক্ত করতে হবে: সালাহউদ্দিন

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২৩, ১১:৫০ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২৩, ১১:৫০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড অর্জন করলো জবির চার রোভার

অপূর্ব চৌধুরী: প্রতি বছরের ধারাবাহিকতায় এবারো বাংলাদেশ স্কাউটস এর জাতীয় সদর দপ্তর কর্তৃক প্রদানকৃত 'নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' ও 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' অর্জন করেছে দেশের সর্বোচ্চ সংখ্যক প্রেসিডেন্ট রোভার স্কাউট অ্যাওয়ার্ডপ্রাপ্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) রোভার স্কাউট গ্রুপ।  

বৃহস্পতিবার (১৬ মার্চ) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে জাতীয় কাউন্সিলের ৫১তম বার্ষিক সাধারণ সভায় এ অ্যাওয়ার্ড ঘোষণা করেন  রাষ্ট্রপতি ও চীফ স্কাউট মো: আবদুল হামিদ। স্কাউট আন্দোলনের মাধ্যমে মানবকল্যাণে আত্ননিবেদন অগ্নি নির্বাপণ, বন্যা, জলোচ্ছ্বাস, ঝড়-বাদল, আপদকালীন উদ্ধার, ত্রাণসামগ্রী সংগ্রহ ও বিতরণ ইত্যাদি কাজে আত্মনিবেদন করায় সাহসী ও গৌরবময় স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ স্কাউটস কর্তৃক এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়।

এ বছর জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপ থেকে ২ জন রোভার 'নম্বর টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' তারা হলেন সিনিয়র রোভারমেট এস. এম. শাহাদাত হোসেন অনু ও রোভারমেট হিরা সুলতানা। 'ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড' পেয়েছেন রহিমা আক্তার মিম ও মিলন সরকার। 

অ্যাওয়ার্ড পেয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়  রোভার-ইন-কাউন্সিলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সিনিয়র রোভারমেট এস. এম. শাহাদাত হোসেন অনু বলেন, স্কাউট থেকে স্বীকৃতি সবসময়ই কাজের প্রতি আগ্রহ বাড়িয়ে দেয়। আমার ক্ষেত্রেও ব্যতিক্রম নয়। এই আগ্রহ ধরে রেখে ভবিষ্যতে আরও বেশি বেশি সামাজিক উন্নয়নমূলক কাজে নিজেকে সম্পৃক্ত রাখার চেষ্টা করবো। সেইসাথে বাংলাদেশ স্কাউটস এর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা আমার কাজগুলোকে মূল্যায়ন করেছে।

জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের রোভার-ইন-কাউন্সিলের সিনিয়র রোভারমেট ও সাধারণ সম্পাদক হোসাইন মোহাম্মদ গোলাম রাজিক আদন বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় রোভার স্কাউট গ্রুপের সদস্যবৃন্দ প্রতিনিয়ত সেবামূলক কাজ করে দেশ ও সমাজের সেবা করে চলেছে। তারই ফলশ্রুতিতে এই অর্জন। আমরা রোভারিংয়ের মান উন্নয়ন নিয়ে কাজ করে চলেছি। ইনশাআল্লাহ সামনে আরও অনেকই এই ধরণের জাতীয় অর্জন পাবে।

প্রসঙ্গত, ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ডের পরের ধাপে কাজের ধারাবাহিকতায় নাম্বার টু দি ন্যাশনাল সার্ভিস অ্যাওয়ার্ড প্রদান করায় হয়। এরপর রোভার স্কাউটের সর্বোচ্চ সম্মাননা হিসেবে 'প্রেসিডেন্ট অ্যাওয়ার্ড' প্রদান করা হয়।

প্রতিনিধি/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়