শিরোনাম
◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০২:৫৩ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেদনার ছায়া বুকে নিয়ে খুললো মাইলস্টোন কলেজ

ভয়াবহ ট্র্যাজেডির ক্ষত বুকে নিয়ে আজ সীমিত পরিসরে খুলেছে রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ।

গত ২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর শিক্ষার্থীদের মানসিক সহায়তা দিতে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

কলেজের অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম দ্য ডেইলি স্টারকে বলেন, এ সময়ে কোনো ক্লাস বা পরীক্ষা হবে না। এর পরিবর্তে, শিক্ষার্থীরা শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ ও কথা বলার সুযোগ পাবে, যাতে ধীরে ধীরে ট্রমা কাটিয়ে মানসিক স্বাভাবিকতা ফিরিয়ে আনা যায়।'

তিনি বলেন, '২১ জুলাইয়ের বিমান দুর্ঘটনার পর থেকে পুরো ক্যাম্পাস শোকাচ্ছন্ন। এখন আমাদের সবচেয়ে বড় অগ্রাধিকার হচ্ছে শিক্ষার্থীরা, তাদের স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনা।'

তিনি আরও বলেন, 'শিক্ষার্থীদের সঙ্গে আমরা ধীরে ধীরে আবার ক্লাসে ফিরব।'

কলেজের জনসংযোগ কর্মকর্তা শাহ বুলবুল জানান, নবম শ্রেণি থেকে ঊর্ধ্বতন শ্রেণির কয়েক হাজার শিক্ষার্থী আজ সকালে ক্যাম্পাসে আসে এবং বিমান দুর্ঘটনায় নিহত ও আহতদের জন্য দোয়া মাহফিলে অংশ নেয়।

তিনি বলেন, 'শিক্ষার্থীরা বন্ধুদের সঙ্গে, শিক্ষকদের সঙ্গে কথা বলেছে। অনেক অভিভাবকও এই দোয়ায় অংশ নিয়েছেন।'

এছাড়া, বাংলাদেশ বিমান বাহিনীর সহায়তায় পরিচালিত একটি মেডিকেল ক্যাম্প ক্যাম্পাসে চালু রয়েছে, যা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য সহায়তা দিচ্ছে।

প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানান, শিক্ষকরা কাউন্সেলিং সহায়তা দিচ্ছেন এবং যেসব শিক্ষার্থী ব্যক্তিগতভাবে কথা বলতে চায়, তাদের সেই সুযোগও দেওয়া হচ্ছে।

গত ২১ জুলাই মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে অন্তত ৩৪ জন মারা গেছেন। যাদের বেশিরভাগই শিক্ষার্থী। এছাও ১৫০ জনের বেশি আহত হয়েছেন। এ মর্মান্তিক দুর্ঘটনার পর প্রতিষ্ঠানটি  আজ সীমিত পরিসরে চালু হলো। উৎস: ডেইলি স্টার।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়