শিরোনাম
◈ প্রশাসনে তিন শক্তির টানাপোড়েনের মধ্যেই হবে নির্বাচন: ড. ইফতেখারুজ্জামান ◈ সৌদি–পাকিস্তান প্রতিরক্ষা চুক্তি ঘিরে উদ্বেগে ভারত, দক্ষিণ এশিয়ায় বাড়ছে নতুন উত্তেজনা ◈ বাংলাদেশ ভ্রমণে যে কারণে উচ্চমাত্রার সতর্কতা জারি করল কানাডা! ◈ ত্রয়োদশ নির্বাচন সামনে: ঢাকায় নতুন মুখসহ সম্ভাব্য প্রার্থীদের গ্রিন সিগন্যাল দিল বিএনপি ◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয়

প্রকাশিত : ০৩ আগস্ট, ২০২৫, ০১:০৫ দুপুর
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিএনএ পরীক্ষায় সবার পরিচয় নিশ্চিত, নিহতের সংখ্যা নিয়ে স্পষ্ট বার্তা দিলেন মাইলস্টোন অধ্যক্ষ

রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের বিমান দুর্ঘটনায় মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই বলে স্পষ্ট জানিয়েছেন অধ্যক্ষ মোহাম্মদ জিয়াউল আলম। তিনি বলেন, ‘এ দুর্ঘটনায় ৩৩ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ২৭ শিক্ষার্থী, দুইজন শিক্ষক, তিনজন অভিভাবক এবং একজন আয়া। এটা স্কুল কর্তৃপক্ষের সবশেষ হিসাব।’

তিনি বলেন, ‘সবার সহযোগিতায় ভয়াবহ দুর্ঘটনা পরবর্তী পরিস্থিতি কাটিয়ে ওঠা সম্ভব হয়েছে। মৃত্যু নিয়ে আর কোনো ধোঁয়াশা নেই। কোনো শিক্ষার্থী নিখোঁজ নেই। যাদের মরদেহ তাৎক্ষণিক চিহ্নিত করা যায়নি, তাদের ডিএনএ টেস্ট করে পরিচয় নিশ্চিত করা হয়েছে।’ 

বিমান বিধ্বস্তে শোকাতুর মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের উত্তরার ক্যাম্পাস অবশেষে আজ রোববার (৩ আগস্ট) খুলেছে। শিক্ষার্থীদের ধৈর্য ধরে পাঠে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন অধ্যক্ষ জিয়াউল আলম। 

তিনি জানান, শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য উন্নতির বিষয়ে সহায়তা দিতে শিক্ষকদের নেতৃত্বে কাউন্সিল গঠনের কার্যক্রম শুরু করা হয়েছে। শিক্ষার্থীরা যদি কেউ মানসিক অবসাদ বা অসুস্থতায় ভোগে, তবে মানসিক স্বাস্থ্য উন্নয়নে শিক্ষকদের পর্যাপ্ত সহযোগিতা পাওয়ার কথা জানান তিনি।  

অধ্যক্ষ বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের আতঙ্ক, ভয় কাটানোর জন্য কাউন্সিলিং করা হচ্ছে। অভিভাবকদের অনুরোধে ক্যাম্পাস উন্মুক্ত করে দেওয়া হয়েছে। সবাই স্বাভাবিক পরিস্থিতিতে ফিরতে চাচ্ছেন।’

গত ২১ জুলাই দুপুরে রাজধানীর উত্তরায় অবস্থিত মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হায়দার আলী ভবনের ওপর বিমানবাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে বহু শিক্ষক-শিক্ষার্থী ও প্রতিষ্ঠানটির কর্মচারী হতাহত হয়েছেন। এখনো অনেকেই হাসপাতালে চিকিৎসাধীন। উৎস: নিউজ24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়