শিরোনাম
◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৫, ০৮:১০ রাত
আপডেট : ১৬ সেপ্টেম্বর, ২০২৫, ১১:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

খিলগাঁও মডেল কলেজে জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণ ও ডকুমেন্টারি প্রদর্শন

মনিরুল ইসলাম : খিলগাঁও মডেল বিশ্ববিদ্যালয় কলেজে আজ বৃহস্পতিবার কলেজ অডিটোরিয়ামে আয়োজন করা হয় জুলাই গণঅভ্যুত্থান স্মরণে পুরস্কার বিতরণী ও ডকুমেন্টারি প্রদর্শনী। দিনব্যাপী এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত হয় গ্রাফিতি, চিত্রাঙ্কন ও দেয়ালচিত্র প্রতিযোগিতা, যার পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় একই মঞ্চে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ গভর্নিং বডির সভাপতি চৌধুরী মোহাম্মদ হুমায়ুন কবির। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন কলেজের অধ্যক্ষ প্রফেসর মো: ইমাম জাফর।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো: মামুনুর রশিদ আকন্দ, মো: মাহফুজুর রহমান এবং শিক্ষক প্রতিনিধি কে.এম. নাহিদ হাসান সভাপতিত্ব করেন  আহ্বায়ক রোকেয়া চৌধুরী বেবি। সঞ্চালকের দায়িত্বে ছিলেন রাজীব চন্দ্র দাস ও ছাত্রনেতা মাহফুজুল ইসলাম  ভূঁইয়া মামুন। 

সার্বিক সহযোগিতায় ছিলেন ছাত্রনেতা ফারুক মিয়া,মো:সুজন,মহিউদ্দিন সজীব, জিসান মাহমুদসহ আরো অনেকে।  
বক্তারা তাদের বক্তব্যে জুলাই আন্দোলনের প্রেক্ষাপট, ইতিহাস এবং এর তাৎপর্য তুলে ধরে বলেন, “এই আন্দোলন কেবল একটি ঘটনার স্মৃতি নয়, এটি আমাদের গণতান্ত্রিক চেতনার অনন্য নিদর্শন।” তারা শিক্ষার্থীদের মাঝে দেশপ্রেম, গণতান্ত্রিক মূল্যবোধ ও ইতিহাস চর্চার প্রতি আগ্রহ সৃষ্টি করার ওপর জোর দেন।

অনুষ্ঠানে ২০২৪ সালের জুলাই আন্দোলনে অংশ নিয়ে আহত হওয়া শিক্ষার্থী নাজমুল হাসান সায়িম, তামজিদ আহমেদ জয়, ওহিদুজ্জামান নাহিন এবং সমীর হায়দারকে সম্মাননা স্মারক প্রদান করা হয়।

এছাড়াও অনুষ্ঠানে জুলাই আন্দোলনভিত্তিক একটি তথ্যচিত্র প্রদর্শিত হয়, যা উপস্থিত সকলের গভীর আগ্রহ কাড়ে।
অনুষ্ঠান শেষে শহীদদের স্মরণে দোয়া মাহফিল পরিচালনা করেন অত্র কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ ইমাম জাফর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়