শিরোনাম
◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৫, ১২:৪১ রাত
আপডেট : ১৯ সেপ্টেম্বর, ২০২৫, ০৪:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

প্রধান শিক্ষকদের দশম গ্রেডে উন্নয়ন: বেতন-ভাতা বাড়ছে কত?

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেডে উন্নীত করেছে সরকার। এতে বছরে সরকারের ব্যয় বাড়বে প্রায় ৩৫০ কোটি টাকা।

সারা দেশে ৬৫ হাজার ৫০২ জন প্রধান শিক্ষকের বেতন স্কেল বিদ্যমান ১১তম গ্রেড (প্রশিক্ষণপ্রাপ্ত) এবং ১২তম গ্রেড (প্রশিক্ষণবিহীন) থেকে দশম গ্রেডে উন্নীত করা হয়েছে। এর মধ্যে ১২তম গ্রেডপ্রাপ্ত ১১৫৪ জনের বেতন-ভাতা বাড়বে।

এ ছাড়া ১১তম গ্রেডপ্রাপ্ত ১৩৮৫৪ জনের বেতন-ভাতাও বাড়বে। তবে উচ্চতর গ্রেডপ্রাপ্ত ১৬৩৮৮ জনের কোনো বেতন-ভাতা বাড়বে না।

২২ জুলাই প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এ নিয়ে একটি প্রস্তাবনা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমে অর্থ মন্ত্রণালয়ে পাঠিয়েছিল। তাতে প্রধান শিক্ষকরা আগে কত টাকা বেতন ও ভাতা পেতেন, আর দশম গ্রেড বাস্তবায়ন হলে কত পাবেন—তা নিয়ে পরিপূর্ণ হিসাব ছিল।

ওই প্রস্তাবনা অনুযায়ী, বর্তমানে প্রধান শিক্ষক পদে কর্মরত ১ হাজার ১৫৪ জন ১২তম গ্রেড পাচ্ছেন। তাদের দশম গ্রেডে উন্নীত করা হলে তারা মূল বেতন বেশি পাবেন ৪ হাজার ৭০০ টাকা। এ ছাড়া ৪২ শতাংশ হারে বাড়িভাড়া বাড়বে। যার পরিমাণ দাঁড়ায় ১ হাজার ৬৩৫ টাকা।

এ ছাড়া বিশেষ সুবিধা ভাতা বাড়বে ৭০৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৪ হাজার ৭০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৯৪০ টাকা।

অন্যদিকে ১১তম গ্রেডে প্রধান শিক্ষক পদে কর্মরতদের মধ্যে ১৩ হাজার ৮৫৪ জনের মূল বেতন বাড়বে ৩ হাজার ৫০০ টাকা। তাদরে ৪২ শতাংশ হারে (১০৯৫ টাকা) বাড়িভাড়া বৃদ্ধি পাবে। বিশেষ সুবিধা বাড়বে ৫২৫ টাকা, উৎসব ভাতা বাড়বে ৩ হাজার ৫০০ টাকা, নববর্ষ ভাতা বাড়বে ৭০০ টাকা।

বর্তমানে দেশে প্রাথমিক বিদ্যালয়ে ১৬ হাজার ৩৮৮ জন কর্মরত প্রধান শিক্ষক উচ্চতর গ্রেডে বেতন পাচ্ছেন।

দশম গ্রেডে উন্নীত হলেও তাদের আগের নিয়মে বেতন-ভাতা বহাল থাকবে। কারণ তারা আগে থেকেই এর চেয়ে বেশি বেতন-ভাতাসহ অন্যান্য সুবিধা পাচ্ছেন। উৎস: কালের কন্ঠে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়