শিরোনাম
◈ মার্কিন পাল্টা শুল্ক: সংকট মোকাবিলায় বাংলাদেশের বহুমুখী তৎপরতা ◈ ১ ঘণ্টার ব্যবধানে মোহাম্মদপুরে দুই খু.ন ◈ কোনো দলকে নিষিদ্ধ করা বা তার কার্যক্রম বন্ধ করে দেওয়া মানুষের মন থেকে তার উপস্থিতি মুছে ফেলে না: মাসুদ কামাল (ভিডিও) ◈ গোপালগঞ্জে আগামীকালের এইচএসসি পরীক্ষা স্থগিত ◈ গোপালগঞ্জে হামলার প্রতিবাদে এনসিপির সারা দেশে সমাবেশের ঘোষণা, ২৪ ঘণ্টার মধ্যে হামলাকারীদের গ্রেপ্তারের দাবি ◈ মে‌হেদীর ঘুর্ণীর পর তান‌জিদ ঝ‌ড়ে শ্রীলঙ্কার বিরু‌দ্ধে টি-‌টো‌য়ে‌ন্টি সিরিজ জিতলো বাংলাদেশ ◈ রাজধানীর আদাবরে ডিশ ব্যবসায়ীকে গুলি করে হত্যা ◈ এবার চার উপদেষ্টার গাড়িবহর আটকালেন এনসিপির নেতা-কর্মীরা ◈ জীবন-মৃত্যুর মতো পরিস্থিতি না হলে ঘর থেকে বের হবেন না: আসিফ মাহমুদ ◈ কুমিল্লায় নিজ ঘর থেকে নারী‌র রক্তাক্ত লাশ উদ্ধার

প্রকাশিত : ১৬ জুলাই, ২০২৫, ০৭:৫২ বিকাল
আপডেট : ১৭ জুলাই, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : মনজুর এ আজিজ

এমপিও জালিয়াতির অভিযোগে আইডিয়ালের সহকারী প্রধান শিক্ষক বরখাস্ত

নিজস্ব প্রতিবেদক : জালিয়াতির মাধ্যমে এমপিওভুক্ত হওয়ার দায়ে বরখাস্ত হয়েছেন রাজধানীর মতিঝিলের আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের মতিঝিল (মূল) শাখার ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক রোকুনুজ্জামান শেখ। মঙ্গলবার তাকে সাময়িক বরখাস্ত করে চিঠি দেন আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ফেরদাউস।

চিঠিতে রোকুনুজ্জামান শেখকে বলা হয়, আপনি রোকুনুজ্জামান শেখ, মতিঝিল ইংলিশ ভার্সনের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক হিসেবে কর্মরত আছেন। আপনার বিরুদ্ধে বিভিন্ন জালিয়াতির অভিযোগ উঠেছে।

পাঁচ দফা অভিযোগ তুলে চিঠিতে বলা হয়, ১) সহকারী প্রধান শিক্ষক হিসেবে এমপিওভুক্ত হওয়ার জন্য মাধ্যমিক ও উচ্চশিক্ষা (মাউশি) অধিদপ্তর নির্ধারিত আবেদন ফরম-১ এ দেওয়া ব্যক্তিগত তথ্যে আপনি অধ্যক্ষ ও সভাপতি মহোদয়ের স্বাক্ষর ও তারিখ জালিয়াতি করেছেন। মাউশি অধিদপ্তর বরাবর ফরওয়ার্ডিং লেটারেও তৎকালীন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ এমাম হোসাইনের পরিবর্তে মো. মিজানুর রহমানের স্বাক্ষর নিয়েছেন। ২) এমপিওভুক্ত হওয়ার জন্য ‘কর্মরত শিক্ষক ও অন্যান্য কর্মচারী সংক্রান্ত তথ্যাদিতে আপনি জন্ম তারিখ দেখিয়েছেন ১৫/৫/১৯৬৯ প্রকৃতপক্ষে আপনার জন্ম তারিখ ২০/১০/১৯৮২। এছাড়া অত্র প্রতিষ্ঠানে সহকারী শিক্ষক হিসেবে আপনি যোগদান দেখিয়েছেন ১০/১০/২০০০ তারিখ প্রকৃতপক্ষে আপনি যোগদান করেছেন ১৫/০৩/২০১১ তারিখ।

৩) তাছাড়া অত্র প্রতিষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক হিসেবে আপনি যোগদান দেখিয়েছেন ০১/১০/২০০০ তারিখ প্রকৃতপক্ষে আপনি ০১/০৩/২০২৩ তারিখ যোগদান করেছেন। ৪) সহকারী প্রধান শিক্ষকের নিয়োগ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে চারটি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকার পরও আপনি শিক্ষক প্রতিনিধি থাকায় নিজ ক্ষমতাবলে আপনার নিয়োগপত্রে শূন্যপদ কথাটি উল্লেখ করেছেন। তাছাড়া নিজ ক্ষমতাবলে নিয়োগ বিজ্ঞপ্তিতে চারটি সৃষ্ট পদের কথা উল্লেখ থাকার পরও জালিয়াতির মাধ্যম নিয়োগ রেজুলেশনে আপনি দুইটি সৃষ্ট পদ ও দুইটি শূন্যপদ দেখিয়েছেন।

চিঠিতে আরও বলা হয়, আপনার বিরুদ্ধে আনীত এসব অভিযোগ প্রতারণা ও জালিয়াতির সামিল। এজাতীয় কাজের জন্য কেন আপনার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে না, তা আগামী ১০ কার্যদিবসের মধ্যে নিম্নস্বাক্ষরকারী বরাবর লিখিতভাবে জবাব প্রদান করার জন্য নির্দেশ দেওয়া গেলো। আপনার বিরুদ্ধে আনীত অভিযোগের সুষ্ঠু তদন্তের স্বার্থে আগামী ১৬ জুলাই থেকে আপনাকে সাময়িক বরখাস্ত করা হলো। সাময়িক বরখাস্ত থাকাকালীন সময়ে কর্তৃপক্ষের অনুমতি ব্যতিরেকে আপনি বাসস্থান পরিবর্তন করতে পারবেন না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়