শিরোনাম
◈ বাংলাদেশি মডেল শান্তা পালের বিরুদ্ধে কলকাতা পুলিশের অভিযোগপত্র আদালতে জমা ◈ বাসা বরাদ্দে ঘুষ, ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বরখাস্ত করল সরকার ◈ জুলাইয়ে আমদানি ৬.২ বিলিয়ন ডলার, তিন বছরের সর্বোচ্চ ◈ শনিবার সকাল ৯টার মধ্যে বজ্রবৃষ্টি ঝরতে পারে যেসব অঞ্চলে ◈ আরব-মুসলিমপ্রধান দেশগুলোর ইসরায়েলের বিরুদ্ধে আকাশপথ অবরোধে ভয়াবহ অর্থনৈতিক মন্দার আশঙ্কা ◈ অনলাইন জুয়ার শাস্তি বিষয়ে যা জানালো তথ্য মন্ত্রণালয় ◈ বাংলাদেশে নিরাপদ ও সাশ্রয়ী জ্বালানি সমাধানের ওপর গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার ◈ এক বছরে প্রত্যাশিত অগ্রগতি হয়নি: নাহিদ ইসলাম ◈ কুমিল্লার হোমনায় মাজারে অগ্নিসংযোগ: অজ্ঞাত ২২শ জনের বিরুদ্ধে মামলা, এলাকায় থমথমে পরিস্থিতি ◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ০৬:৩৪ বিকাল
আপডেট : ১৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনিরুল ইসলাম

পারিবারিক সহিংসতার থেকে নারীদের রক্ষায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান

মনিরুল ইসলাম: পারিবারিক সহিংসতার থেকে নারীদের রক্ষায় বাল্যবিয়ে বন্ধের আহ্বান জানিয়েছেন বিশিষ্টজনেরা। তারা বলেছেন, প্রতিদিনই কোন না কোন মেয়ে বাল্যবিয়ের শিকার হচ্ছেন। 

শ্বশুরবাড়িতে গিয়ে নির্যাতনের শিক্ষার হচ্ছে ওই মেয়ে। এরপর মেয়ের সুখের জন্য যৌতুক দিতে বাধ্য হচ্ছেন বাবা। এছাড়া কারো প্রেমের ডাকে সাড়া না দিলে নারীকে লাঞ্ছিত হতে হচ্ছে। স্কুল ও কলেজগামী মেয়েরা ইভটিজিংয়ের শিকার হচ্ছে। নারীর প্রতি এ সকল সহিংসতা বন্ধে আইনরে যথাযথ প্রয়োগ ও সচেতনতা বাড়াতে হবে।

আজ শুক্রবার রাজধানীর রায়ের বাজার উচ্চ বিদ্যালয় মিলনায়তনে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস) ঢাকা পশ্চিম কেন্দ্র আয়োজিত পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানে এসব কথা বলেন তারা। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমীর (নায়েম) পরিচালক ড. আতিকুল ইসলাম পাঠান, বিএনপিএস’র পরিচালক শাহনাজ সুমি ও সহকারী সমন্বয়কারী সিঁথি ঘোষ, ধানমণ্ডি থানা মাধ্যমিক শিক্ষা অফিসার আবদুল কাহহার, মোহামম্মদপুর থানা মাধ্যমিক শিক্ষা অফিসার রাজু আহমেদ, শাপলা একাডেমীর অধ্যক্ষ হাসিনা আক্তার, ঢাকা আইডিয়াল ক্যাডেট স্কুলের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান এম এ মান্নান মনির, জরিনা সিকদার বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক একলাসুর রহমান, রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক তাহাজ্জত হোসেন ও খলিলুর রহমান, রেডিয়াল পাবলিক স্কুলের শিক্ষক শামীম আহম্মেদ, কচিকন্ঠ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আশরাফ আলী, লেসন জুভেনাইল স্কুলের শিক্ষক ফরিদা ইয়াছমিন, কমিউনিটি ফোরাম সদস্য ডাক্তার রোকনুজ্জামান, বিএনপিএস’র পশ্চিম কেন্দ্রের ব্যবস্থাপক মো. হেলাল উদ্দিন প্রমূখ।

জলবায়ু পরিবর্তন, নারীর ক্ষমতায়ন, গণতন্ত্র, ন্যায্যতা, সমতা ও বাল্যবিয়ের ক্ষতিকর দিক সম্বন্ধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে ছবি আঁকা, রচনা ও বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ নারী প্রগতি সংঘের (বিএনপিএস)। 

গত ১০ মে থেকে ১৯ মে পর্যন্ত অনুষ্ঠিত ওই সকল প্রতিযোগিতায় বিজয়ী ৮টি বিদ্যালয়ের ৫৪ জন শিক্ষার্থীর মধ্যে ওই পুরস্কার বিতরণ করা হয়। পুরস্কার বিতরণ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন ছিলো। রায়ের বাজার উচ্চ বিদ্যালয়ের শিক্ষক অদিতি দত্তের সঞ্চালনায় জাতীয় সংগীতের মধ্য দিয়ে শুরু হওয়া ওই অনুষ্ঠানে বাউল গান পরিবেশন করেন বাউল শিল্পী বাবুল দেওয়ানের দল। এছাড়া বেতার শিল্পী রিনিলা একক গান পরিবেশন করেন। 

অনুষ্ঠানে নারীর প্রতি সহিংসতার নানাচিত্র তুলে ধরে বলা হয়, আইনে নারী-পুরুষের সমান অধিকার দেওয়া হয়েছে। কিন্তু নারীরা জীবনের প্রতিটি ক্ষেত্রে এই অধিকার থেকে বঞ্চিত হচ্ছেন। তাই সকলকে এ ব্যাপারে এগিয়ে আসতে হবে। নারীদের সম্মান দিতে জানতে হবে। এই কাজে শিক্ষার্থীসহ তরুণদের অগ্রণী ভূমিকা পালন করতে হবে। নারীর প্রতি সকল প্রকার বৈষম্য নিরসনে সম্মিলিত ভাবে কাজ করতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়