শিরোনাম
◈ ৩২ বছর পর হতে যাচ্ছে জাকসু নির্বাচন, তারিখ ঘোষণা ◈ মানবিক করিডর আসলে কী, বিশ্বের কোথায় কতটা কার্যকর? ◈ ভারত-পাকিস্তান যুদ্ধ কি আসন্ন, হুঙ্কার-পাল্টা হুঙ্কার ◈ ব্রাজিলের কোচ হওয়ার স্বপ্ন সফল হ‌লো না আনচেলত্তির, রিয়াল মা‌দ্রিদেই থাক‌তে হ‌চ্ছে ◈ বাংলাদেশে বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদনে আগ্রহী চীন ◈ উপদেষ্টা আসিফের পদত্যাগ দাবিতে বিক্ষোভ, ব্যানার কেড়ে নেয়ায় ওসির গায়ে হাত তুলতে তেড়ে আসেন বিক্ষোভকারীরা (ভিডিও) ◈ আজ মহান মে দিবস ◈ নতুন আইন হচ্ছে র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে ◈ চলতি মাসে ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬০ কোটি ৭৬ লাখ ডলার ◈ মন্ত্রিপরিষদকে নির্বাচন কমিশনের ১২ প্রস্তাব

প্রকাশিত : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ১০:৩১ রাত
আপডেট : ২২ এপ্রিল, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আন্দোলন প্রত্যাহার করলেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা

স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে করা আন্দোলন প্রত্যাহার করেছেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। ছবি: সংগৃহীত

অবশেষে আন্দোলন প্রত্যাহার করলেন সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। আগামী সাত দিনের মধ্যে তিতুমীর বিশ্ববিদ্যালয় ইস্যুতে সরকার পদক্ষেপ নেবে- এমন আশ্বাস পেয়ে আজ সোমবার রাতে তারা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন।

এর আগে আজ রাতে আন্দোলনরত শিক্ষার্থীদের কাছে আসেন শিক্ষা মন্ত্রণালয়ের যুগ্ম সচিব নুরুজ্জামান, সরকারি তিতুমীর কলেজ অধ্যক্ষ অধ্যাপক শিপ্রা রাণী মন্ডল। তারা সরকারের পক্ষ থেকে আশ্বাস দিলে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। এ সময় অনশনরত শিক্ষার্থীকে প্যাকেটজাত আমের জুস পান করান অধ্যক্ষ।

উল্লেখ্য, স্বতন্ত্র বিশ্ববিদ্যালয়ের দাবিতে গত কয়েক দিন ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন তিতুমীর কলেজের শিক্ষার্থীরা। এ আন্দোলনের অংশ হিসেবে আজ বিকেল ৩টা ৪০ মিনিটে মহাখালী রেলক্রসিং অবরোধ করেন তারা।

 এর আগে, আজ বিকেল পৌনে ৩টায় কলেজের সামনে থেকে মিছিল নিয়ে মহাখালী রেলক্রসিংয়ে আসেন তিতুমীরের আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে তারা অবরোধ করলে কমলাপুর থেকে আসা এয়ারপোর্টমুখী একটি ট্রেনকে আটকে থাকতে দেখা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়