শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ১৮ জুলাই, ২০২৪, ১২:০৭ দুপুর
আপডেট : ২৩ এপ্রিল, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আবু সাঈদের পরিবারের পাশে চরমোনাই পীর সাহেবের প্রতিনিধি

চরমোনাই পীর সাহেবের প্রতিনিধি

আমিনুল ইসলাম: [২] আবু সাঈদের কবর জিয়ারত ও তাঁর পরিবারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর মুফতী সৈয়দ মুহাম্মদ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই প্রেরিত প্রতিনিধি দল।

[৩] বৃহস্পতিবার  ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক (রংপুর বিভাগ) এডভোকেট হাফেজ মাওলানা এম.হাসিবুল ইসলামের নেতৃত্বে প্রতিনিধি দলটি মরহুম শহীদ আবু সাঈদের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি কামনায় পীর সাহেব চরমোনাইর দাবীর বিষয় তাদেরকে জানান।

[৪] এসময় তিনি আন্দোলনকারী শিক্ষার্থীদের দাবী মেনে নিয়ে, দেশব্যাপী চলমান অস্থিরতা ও অন্যায়ভাবে হত্যাকান্ড বন্ধ করতে সরকারের হস্তক্ষেপ কমনা করেন। 

[৫] এসময় ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীর সাহেব চরমোনাই এর পক্ষ থেকে তিনি শহীদ আবু সাঈদ এর পরিবারের জন্য আর্থিক সহায়তা ও খাবার সামগ্রী প্রদান করেন এবং আগামীতে যেকোন পরিস্থিতিতে মরহুম আবু সাঈদের পরিবারের পাশে থেকে সার্বিক সহযোগিতা প্রদানের কথা জানান।

[৬] প্রতিনিধি দলে অন্যদের মধ্যে  ইসলামী আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার সভাপতি মাহমুদুর রহমান রিপন, প্রচার ও দাওয়াহ সম্পাদক জাবের চৌধুরী জুয়েল, ইসলামী যুব আন্দোলন বাংলাদেশ রংপুর জেলা শাখার দফতর সম্পাদক মোঃ পলাশ মিয়া উপস্থিত ছিলেন। সম্পাদনা: ইস্রাফিল ফকির

এআই/আইএফ

  • সর্বশেষ
  • জনপ্রিয়