শিরোনাম
◈ ৩৫ বছর পর চাকসু নির্বাচন: ২৩২ পদে লড়বেন ৯৩১ প্রার্থী ◈ মন্ত্রিত্বের প্রস্তাব ফিরিয়ে নেপালের চিকিৎসক বললেন ‘রোগীদের ছেড়ে যাব না’! ◈ ইউপিইউ কাউন্সিলে বাংলাদেশ পুনর্নির্বাচিত হওয়ায় প্রধান উপদেষ্টার অভিনন্দন ◈ আইসিসি উ‌ত্তে‌জিত, পা‌কিস্তান ক্রিকেট দল কড়া শাস্তির মুখে পড়তে পা‌রে ◈ নি'ষিদ্ধ দলের লোককে বাসা ভাড়া না দিতে পুলিশের মাইকিং! (ভিডিও) ◈ নারীদের লেখা বই বিশ্ববিদ্যালয়ের পাঠক্রম থেকে সরানোর নির্দেশ তালেবানের, যৌন হয়রানি নিয়েও পড়ানো নিষেধ ◈ ঢাকাসহ বি‌ভিন্ন জেলায় আওয়ামী লী‌গের কর্মকা‌ণ্ডে অন্তর্বর্তী সরকারের উদ্বেগ বাড়াচ্ছে?  ◈ টেকনাফের পাহাড় থেকে নারী শিশুসহ ৬৬ জন উদ্ধার! ◈ খেলাফত মজ‌লি‌সের মামুনুল হক হঠাৎ আফগানিস্তান সফরে কেন? ◈ শ্রীলঙ্কার কা‌ছে আফগা‌নিস্তান হে‌রে যাওয়ায় সুপার ফো‌রে খেলার সু‌যোগ পে‌লো বাংলাদেশ

প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৫, ১০:৪৬ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ০৭:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

৮ হাজার সহকারী শিক্ষক পদ শূন্য প্রাথমিকে, বড় বিজ্ঞপ্তি শিগগির

দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আট হাজারেরও বেশি সহকারী শিক্ষক পদ শূন্য রয়েছে। তাছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষক দ্রুততম সময়ের মধ্যে পদোন্নতি পেয়ে প্রধান শিক্ষক হবেন। সেক্ষেত্রে এ পদগুলোও শূন্য হবে।

শূন্য এসব পদে নিয়োগ দিতে শিগগির বিজ্ঞপ্তি প্রকাশ করতে চায় প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। প্রধান শিক্ষক পদে পদোন্নতি নিয়ে সৃষ্ট জটিলতা নিরসন হলেই নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা গেছে।

অধিদপ্তর সূত্র জানিয়েছে, বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে ৮ হাজার ৪৩টি শূন্য পদ রয়েছে। এ সংখ্যা প্রতিদিনই বাড়ছে। এছাড়া ৩০ হাজার সহকারী শিক্ষককে প্রধান শিক্ষক পদে পদোন্নতি পাবেন। ফলে সব মিলিয়ে প্রায় ৪০ হাজার সহকারী শিক্ষক নিয়োগ দেওয়া হতে পারে।

কবে নাগাদ বিজ্ঞপ্তি হতে পারে- এমন প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের একাধিক কর্মকর্তা জানান, পদোন্নতি সংক্রান্ত জটিলতা উচ্চ আদালতে বিচারাধীন। এ জটিলতা নিরসন এবং নতুন নিয়োগ বিধিমালা বাস্তবায়নের পর নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। আশা করছি, চলতি বছরেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা সম্ভব হবে।

সহকারী শিক্ষক নিয়োগের নতুন বিধিমালায় কী ধরনের পরিবর্তন আসতে পারে- এমন প্রশ্নের জবাবে এক কর্মকর্তা জানান, নারী ও পোষ্য কোটা বাতিলের প্রস্তাব দেওয়া হয়েছে। শুধু ৭ শতাংশ কোটা থাকবে। খসড়া বিধিমালা এখন জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিবেচনাধীন। জনপ্রশাসনের মতামত পাওয়ার পর নীতিমালা জারি করা হবে। এরপর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের তথ্যমতে, বর্তমানে দেশে ৬৫ হাজারের বেশি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পৌনে চার লাখের মতো শিক্ষক আছেন। তাদের মধ্যে প্রধান শিক্ষকদের বর্তমান বেতন গ্রেড ১১তম। আর সহকারী শিক্ষকদের বেতন গ্রেড ১৩তম। উৎস: জাগোনিউজ২৪

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়