শিরোনাম
◈ সরকারি দপ্তরগুলোতে গাড়ি কেনা ও বিদেশ সফরে কড়াকড়ি: কৃচ্ছ্রনীতির অংশ হিসেবে অর্থ মন্ত্রণালয়ের নতুন নির্দেশনা ◈ ২১ বছর বয়স হলেই স্টার্ট-আপ লোনের সুযোগ, সুদ মাত্র ৪%: বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা ◈ ঢাকায় একটি চায়না টাউন প্রতিষ্ঠা করা যেতে পারে: আশিক চৌধুরী ◈ তিন বোর্ডে বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত ◈ এসএসসির ফল নিয়ে যে বার্তা দিলেন শিক্ষা উপদেষ্টা ◈ সৈক‌তের কা‌ছে দু:খ প্রকাশ ক‌রে‌ছেন ‌বি‌সি‌বির প্রধান নির্বাচক  ◈ ভারত সরকারকে আম উপহার পাঠাল বাংলাদেশ ◈ পুলিশের ঊর্ধ্বতন ১৬ কর্মকর্তা বদলি ◈ কল রেকর্ড ট্রেলার মাত্র, অনেক কিছু এখনো বাকি, অপেক্ষায় থাকুন: তাজুল ইসলাম ◈ জাতীয় নির্বাচনের সব প্রস্তুতি ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা : প্রেস সচিব

প্রকাশিত : ৩০ এপ্রিল, ২০২৫, ০৩:০২ রাত
আপডেট : ০৩ জুলাই, ২০২৫, ০৭:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মেসে মিললো জবি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ, পুলিশ হেফাজতে বয়ফ্রেন্ড

অজ্ঞাত কারণে গলায় ফাঁস দিয়ে নিজেকে শেষ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী প্রত্যাশা মজুমদার অথৈ। এ ঘটনায় আচরণ সন্দেহজনক হওয়ায় তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারকে হেফাজতে নিয়েছে পুলিশ। 

মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকালে পুরান ঢাকার সোহরাওয়ার্দী কলেজের পেছনে একটি ভাড়া মেসে এ ঘটনা ঘটে। তিনি বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। 

প্রত্যাশা মজুমদার অথৈর সহপাঠীরা জানান, বিকালে মেস থেকে তার বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদার অথৈকে উদ্ধার করে প্রথমে ন্যাশনাল মেডিকেল ইন্সটিটিউট এবং পরে মিডফোর্ড হাসপাতালে নেয়। সেখানে আনুমানিক সাড়ে ৬টায় কর্তব্যরত চিকিৎসক অথৈকে মৃত ঘোষণা করেন।

এদিকে, প্রত্যাশা মজুমদার অথৈর বয়ফ্রেন্ড ইয়াসিন মজুমদারের আচরণ সন্দেহজনক হওয়ায় তাকে হেফাজতে নিয়েছে সূত্রাপুর থানার পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা দায়ের করা হয়নি। বুধবার (৩০ এপ্রিল) ময়নাতদন্তের ওপর ভিত্তি করে পরিবার পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ঝুমুর আহমেদ বলেন, মেয়েটা সাড়ে ৪ টা পর্যন্ত আমার সাথেই ছিলো। এরপরই শুনি আত্মহত্যা করেছে।

এ ব্যাপারে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড.তাজাম্মুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে আত্মহত্যা করেছে। তবে ওই যুবককে আটক করা হয়েছে। পরিবারের সাথে যোগাযোগ করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় পরবর্তী ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি। উৎস: আরটিভি অনলাইন।

 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়