শিরোনাম
◈ বাংলাদেশ-আলজেরিয়া কূটনৈতিক পাসপোর্টধারীদের জন্য ভিসা অব্যাহতি চুক্তি চূড়ান্ত পর্যায়ে ◈ বাংলাদেশ সব দেশের সার্বভৌমত্বকে সম্মান করে: প্রেস সচিব ◈ প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: শ্রমিক-মালিকের ঐক্য গড়ে তুলতে হবে নতুন বাংলাদেশ ◈ সরকারি চাকরি আইনে বড় পরিবর্তন: বিক্ষোভ-অনুপস্থিতিতে তদন্ত ছাড়াই ৮ দিনের মধ্যে চাকরিচ্যুতির বিধান ◈ ৫ মে থেকে বাজারে আসছে সাতক্ষীরার সুস্বাদু আম, রপ্তানি লক্ষ্যমাত্রা ৭০ মেট্রিক টন ◈ মে‌সি ও সুয়া‌রে‌সেও কাজ হ‌লো না, সেমিফাইনালে হেরে গে‌লো ইন্টার মায়ামি ◈ নিবন্ধনের আবেদন ৬৫ দলের, কার্যকর কমিটি নেই কারও, কারও নেই কার্যালয় বা সাইনবোর্ড ◈ পহেলগাঁও সন্ত্রাস নিয়ে কারাগার থে‌কে ভারতকে ইমরান খা‌নের হুম‌কি ◈ বার্সেলোনা ও  ইন্টার মিলানের শ্বাসরুদ্ধকর ম্যাচ ৩-৩ গোলে ড্র ◈ শ্রীলঙ্কা‌কে হা‌রি‌য়ে সিরিজে এগিয়ে গে‌লো বাংলাদেশের যুবারা

প্রকাশিত : ১৭ জুলাই, ২০২৪, ০৩:৫৫ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২৫, ০৫:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ফরিদপুরে ১০ কোটাবিরোধী আন্দোলনকারী আটক

ফরিদপুর প্রতিনিধি: ফরিদপুর ভাঙ্গায় কোটাবিরোধী আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করে দিয়ে বিভিন্নস্থান থেকে ১০ শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলার বিভিন্ন পয়েন্টে চারজন ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ২ প্লাটুন বিজিবি ও অতিরিক্ত এক প্লাটুন পুলিশ’সহ ডিবির সদস্যদের মোতায়েন করা হয়েছে। 

অন্যদিকে জেলার চরভদ্রাসনে কোটাবিরোধী আন্দোলনকারীদের উপরে গুলি ও আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনায় মিছিল সমাবেশ হয়েছে। 

জানা গেছে, বুধবার (১৭ জুলাই) সকালে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ভাঙ্গা সরকারি কেএম কলেজের সামনে, ভাঙ্গা বাজার ব্র্যাক ব্যাংক মোড় ও পুকুরিয়া বাস স্ট্যান্ড সহ শহরের বিভিন্ন পয়েন্টে ছাত্ররা একত্রিত হয়ে মিছিল বের করার চেষ্টা করে। এসময়  পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয় এবং  বিভিন্নস্থান থেকে ১০ জনকে আটক করে নিয়ে যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মামুন আল রশিদ জানান, কোটাবিরোধী আন্দোলনে সমবেত হওয়ার চেষ্টা করলে  বিভিন্নস্থানে অভিযান চালিয়ে ১০ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। 

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বি এম কুদরত এ খুদা বলেন, কোটা আন্দোলন হতে পারে এমন সংবাদের প্রস্তুতি হিসেবে জেলা সদর থেকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আলী সিদ্দিকী, ম্যাজিস্ট্রেট দ্বিপজল মিত্র ও ম্যাজিস্ট্রেট বদরুজ্জামান নিশাতের সমন্বয়ে দুই প্লাটুন বিজিবি ও এক প্লাটুন পুলিশ শহরের গুরুত্বপূর্ণ বিভিন্নস্থানে মোতায়েন করা হয়েছে। সার্বিক পরিস্থিতি প্রশাসনের অনুকূলে রয়েছে।

চরভদ্রাসনে প্রতিবাদ মিছিল সমাবেশ:

এদিকে বুধবার সকালে ফরিদপুরের চরভদ্রাসনে প্রতিবাদ মিছিল করেছে কোটাবিরোধী আন্দোলনকারীরা। বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া শিক্ষার্থীরা এতে অংশ নেন। সকাল সাড়ে ১০টার দিকে দিকে চরভদ্রাসন বাজার জামে মসজিদের সামনে থেকে মিছিলটি বের করার পরে পোষ্ট অফিসের সামনে পৌঁছালে মিছিলটি বাধা দেয় পুলিশ। এসময় আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচী পালনের আশ্বাস দিলে বাঁধা তুলে দেয় পুলিশ।

এরপর মিছিলকারীরা বড় ব্রীজের উপর সমবেত হয়ে সমাবেশ করে। এসময় কোটাবিরোধী আন্দোলনকারীদের উপরে দেশের বিভিন্নস্থানে গুলিতে আন্দোলনরত শিক্ষার্থী নিহতের ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানান বক্তাগণ।

অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- সরকারি রাজেন্দ্র কলেজের শিক্ষার্থী শেখ সাজ্জাদ হোসেন, ফারিয়া জাহান প্রমূখ। এদিকে কোটাবিরোধী আন্দোলনকে কেন্দ্র করে সকাল থেকেই  চরভদ্রাসন সরকারি কলেজ ও বাজারের বিভিন্ন পয়েন্টে অবস্থান নেয় পুলিশ। 

অন্যদিকে থানা ছাত্রলীগের কিছুসংখ্যক নেতাকর্মীকে চরভদ্রাসন সরকারি কলেজে অবস্থান নিতে দেখা যায়।

প্রতিনিধি/একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়