শিরোনাম
◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ ◈ পাকিস্তানের চীনা জে-১০ দিয়ে ভারতের রাফাল যুদ্ধবিমান ধ্বংস!

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২৪, ০৪:৩২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চৌগাছায় মাঠে মাঠে দুলছে গমের শিষ, ভালো ফলন ও দামের আশায় চাষিরা

বাবুল আক্তার, চৌগাছা: [২] যশোরের চৌগাছায় এবার বোরো আবাদের পরিবর্তে গম চাষে ঝুঁকেছেন চাষিরা। চাষিরা বলছে, জ্বালানি তেলের দাম বৃদ্ধি ও ইউক্রেন রাশিয়ার যুদ্ধের কারণে গম আমদানি কমে যাবার আশংকায় তারা গম চাষে উদ্বুদ্ধ হয়েছেন।

[৩] তারা বলছেন, গম আবাদে সেচ খরচ কম। আবহাওয়া অনুকুলে থাকার কারণে এবার ব্যাপক ফলনও দেখা যাচ্ছে। তাছাড়া এবার গমের দামও ভালো পাবার আশা করছেন তারা।

[৪] উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এ বছর গম চাষের টার্গেট ছিল ১৮০ হেক্টর জমি। কিন্ত অর্জন হয়েছে ৩২০ হেক্টর। যা গত বছরের তুলনায় ১’শ ১০ হেক্টর বেশি।

[৫] সরেজমিনে দেখা গেছে বিস্তীর্ণ মাঠ, যতদূর চোখ যায় দুলছে গমের শিষ। এরপর চারপাশে চোখ ঘোরালেও একই চিত্র চোখে পড়বে। প্রতি বছর এই জমিগুলোতে বোরোর আবাদ করা হলেও এ বছর চাষিরা চাষ করছেন গম। তারা বলছেন গমের আবাদে খরচ কম। খুব বেশি সেচের প্রয়োজন পড়েনা। গমের পরে পাট, পাটের পরে তারা আমন আবাদ করবেন। এতে গম আবাদ করলে লাভের পরিমাণটা বেশি। তাই এবার অনেক চাষিই গমের আবাদের দিকে ঝুঁকেছেন।

[৬] চাষিরা বলছে, এবছর আবহাওয়াও অনুকূলে। সবকিছু ঠিকঠাক থাকলে বিঘায় ১৫ থেকে ২০ মণ গম ঘরে তুলবেন তারা। তাদের আশা সঠিকভাবে গমের ন্যায্য বাজার মূল্য নির্ধারণ করবেন সরকার ।
 
[৭] উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের চাষী আবু সিদ্দিক বলেন, ‘ কয়েক বছর আগেও আমাদের মাঠে প্রচুর গম চাষ হতো। মাঝে কিছুদিন গমের আবাদ কমে যায়। গত বছর যারা ধানের পরিবর্তে গম চাষ করেছিল তারা বেশি লাভবান হয়েছিল। যে কারনে এ বছর মাঠে ধানের চেয়ে গম ও ভ‚ট্রার আবাদ বেশি’। একই এলাকার শিক্ষিত চাষি রাজু হোসেন বলেন, ইউক্রেন যুদ্ধের কারনে গমের আমদানি কমে গেছে। যে কারনে গমের দামও বেড়েছে। এজন্য এবছর ধানের পরিবর্তে গম চাষ করেছি।

[৮] চাষী লাভলুর রহমান জানান, ‘ধানের পরিবর্তে এক একর জমিতে গম চাষ করেছি। ২৫ হাজার টাকার মতো খরচ হচ্ছে। তিনবার সার এবং তিনবার সেচ দিতে হয়েছে। শীষ বের হয়েছে। যদি আবহাওয়া ঠিক থাকে আশা করছি ৫৫ থেকে ৬০ মণ গম উৎপাদন হবে’।
 
[৯] উপজেলা কৃষি কর্মকর্তা মোসাব্বির হুসাইন বলেন, এবার গমের ফলন ভালো হয়েছে। ইতোমধ্যে গম পাঁকা শুরু হয়েছে। আর এক দু সপ্তাহের মধ্যে গম কাটা শুরু হবে। গমের ব্লাস্ট একেবারে নেই বললে চলে। তিনি বলেন, উপজেলার আবহাওয়া গম চাষের জন্য উপযোগী। আগামীতে গম চাষ আরো বাড়বে। সম্পাদনা: এ আর শাকিল

প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়