শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ রাত
আপডেট : ২৪ নভেম্বর, ২০২৩, ০৯:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজি ও ব্রয়লার মুরগি-ককে স্বস্তি, বেড়েছে আটা-ময়দার দাম 

মাসুদ আলম: [২] হরতাল-অবরোধের প্রভাব নেই রাজধানীর সবজির বাজারে। সপ্তাহ ব্যবধানে প্রায় সব ধরনের সবজির দাম কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। অধিকাংশ সবজির দাম ৪০ থেকে ৫০ টাকার মধ্যে। তবে দাম বেড়েছে চিনি, ডাল, আটা, ময়দা, মসলাসহ প্রায় সব নিত্যপণ্যের।

[৩] শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, প্রতি কেজি পুরান আলু বিক্রি হচ্ছে ৫০ টাকা, শিম ৪০-৫০ টাকা, বরবটি ৫০ টাকা, বেগুন ৪০-৫০ টাকা, ফুলকপি পিস ৩০ থেকে ৪০ টাকা, বাঁধাকপি ৪০ টাকা, পেঁপে কেজি ৩০ থেকে ৪০ টাকা, ঢেঁড়স বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি, কাঁচামরিচ ৮০ থেকে ১২০ টাকা কেজি, মুলা ৩০ টাকা কেজি, লাউ প্রতিপিস ৪০-৫০  টাকা ও শসা ৪০ টাকা বিক্রি হচ্ছে। 

[৪] ব্রয়লার মুরগি ১৬০-১৭০ টাকা দরে বিক্রি হচ্ছে যা গত সপ্তাহে ছিলো  ১৮০ থেকে ১৯০ টাকা। দেশি পেঁয়াজ ১২০-১৩০ টাকা ও ডিমের ডজন ১৩০ টাকা। 

[৫] ভাটারা ঢালীবাড়ির বাসিন্দা সালেক ঢালী বলেন, ভাবছিলাম হরতাল-অবরোধের কারণে সবজির দাম আরও বাড়বে। কিন্তু এই সপ্তাহে তুলনামূলক সবজির দাম কিছুটা কমেছে। শীতের সবজি বাজারে প্রচুর পরিমাণে আসছে, যার প্রভাব দামে পড়েছে। বেশিরভাগ সবজি ৪০ থেকে ৬০ টাকার মধ্যে।  

[৬] সবজি বিক্রেতারা বলছেন, উৎপাদন ও সরবরাহ ভালো থাকায় সবজির দাম কমেছে। বাজারে শীতকালিন প্রচুর সবজি। সামনে সবজির দাম আরও কমবে। সম্পাদনা: ইকবাল খান

  • সর্বশেষ
  • জনপ্রিয়