শিরোনাম
◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের ◈ এ‌শিয়া কা‌পে ওমানকে হারা‌লো আরব আমিরাত ◈ বাংলাদেশ দলের বিরু‌দ্ধে আমা‌দের চ্যালঞ্জ নি‌য়ে খেল‌তে হ‌বে: আফগানিস্তান কোচ ◈ বাংলাদেশি পাসপোর্ট সহ টিউলিপের ট্যাক্স ফাইলের খোঁজ পেয়েছে এনবিআর ◈ জলদস্যুদের ধাওয়ায় ট্রলারডুবি: ২৪ ঘণ্টা সাগরে ভেসে ১৮ জেলের জীবনরক্ষা ◈ চীনের ঋণে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অগ্রসর হচ্ছে বাংলাদেশ

প্রকাশিত : ৩১ জুলাই, ২০২৩, ০৩:৪৬ দুপুর
আপডেট : ৩১ জুলাই, ২০২৩, ০৩:৪৬ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সেরা মার্চেন্ট ব্যাংক হিসেবে স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরস্কার পেল গ্রীন ডেল্টা

আসাদুজ্জামান সম্রাট: গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেডকে বাংলাদেশের পুঁজিবাজারে ব্যতিক্রমী অবদান এবং উদ্ভাবনী আর্থিক পণ্য ও সেবা প্রদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) কর্তৃক স্বাধীনতা সুবর্ণ জয়ন্তী পুরষ্কারে ভূষিত করা হয়েছে। ২০২২ সালের কার্যক্রম পর্যালোচনায় মার্চেন্ট ব্যাংকগলোর মধ্যে সেরা হিসেবে এ পুরস্কার প্রদান করা হয়।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রধান অতিথি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান এমপি গ্রীণডেল্টা ক্যাপিটালের প্রতিনিধির হাতে পুরষ্কার তুলে দেন। প্রতিষ্ঠানটির পক্ষ থেকে চীফ অপারেটিং অফিসার মোহাম্মদ সোহরাব হোসেন এ পুরস্কার গ্রহণ করেন। বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলামের সভাপতিত্বে  অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব শেখ মোহাম্মদ সলীম উল্লাহ।

উল্লেখ্য, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড (জিডিসিএল) বাংলাদেশের একটি বিশিষ্ট বিনিয়োগ ব্যাংক। স্ট্রাকচার্ড ফাইন্যান্স, ঋণ ইক্যুইটি, বন্ড, একীভূতকরণ এবং অধিগ্রহণ, গবেষণা এবং সম্পদ ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে দীর্ঘ ১১ বছরের পথ চলায়, গ্রীন ডেল্টা ক্যাপিটাল লিমিটেড ব্যাপকভাবে জনগণ এবং সমাজের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করছে।

গ্রীন ডেল্টা ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড এর বিনিয়োগ অংশীদার হিসাবে,জিডিসিএল টেকসই উন্নয়নে ইন্টারন্যাশনাল ফাইন্যান্স কর্পোরেশন(আইএফসি)’র স্বাস্থ্য এবং পরিবেশগত নিরাপত্তা নির্দেশিকা অনুসরণ করে কাজ করে আসছে। গ্রীন ডেল্টা ক্যাপিটালকে টেকসই উন্নয়নের ভিত্তি ‘গ্রিন-ব্যাংকিং’ সিদ্ধান্তের জন্য ইসলামিক কো-অপারেশন ফর দ্য ডেভেলোপমেন্ট অফ দ্য প্রাইভেট সেক্টর (আইসিডি) কর্তৃক ফিনোভেশন অ্যাওয়ার্ড ২০২০ প্রদান করা হয়। এছাড়াও টেকসই উন্নয়ন ও পরিবেশগত নিরাপত্তা বজায় রেখে কাজ করায় ২০২২ সালে এশিয়ামানি প্রকাশনার প্রতিবেদনে গ্রীন ডেল্টা ক্যাপিটালকে সেরা ব্যাংকের খেতাব দেওয়া হয়।

পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গতবছর থেকে ব্রোকারহাউজ, মার্চেন্ট ব্যাংক ও অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলোকে ‘স্বাধীনতা সুবর্ণজয়ন্তী পুরস্কার’ পুরস্কার দিয়ে আসছে। প্রতিষ্ঠানগুলোর এক বছরের পারফরম্যান্স মূল্যায়ন করে প্রতি ক্যাটাগরিতে তিনটি করে পুরস্কার দেওয়া হচ্ছে।

এএস/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়