শিরোনাম
◈ ভবিষ্যৎ বাংলাদেশ গড়ার কাজ শুরু করেছেন প্রধানমন্ত্রী: ওয়াশিংটনে অর্থমন্ত্রী ◈ দাম বেড়েছে আলু, ডিম, আদা ও রসুনের, কমেছে মুরগির  ◈ ২০২৫ সালের মধ্যে ৪৮টি কূপ খনন শেষ করতে চায় পেট্রোবাংলা ◈ ভিত্তিহীন মামলায় বিরোধী নেতাকর্মীদের নাজেহাল করা হচ্ছে: মির্জা ফখরুল ◈ বিনা কারণে কারাগার এখন বিএনপির নেতাকর্মীদের স্থায়ী ঠিকানা: রিজভী ◈ অপরাধের কারণেই বিএনপি নেতা-কর্মীদের  বিরুদ্ধে মামলা হয়েছে: প্রধানমন্ত্রী  ◈ অ্যাননটেক্সকে জনতা ব্যাংকের সুদ মওকুফ সুবিধা বাতিলের নির্দেশ বাংলাদেশ ব্যাংকের ◈ চুয়াডাঙ্গায় তাপমাত্রা ৪১ দশমিক ৩ ডিগ্রি, হিট এলার্ট জারি  ◈ ঢাকা শিশু হাসপাতালের আগুন নিয়ন্ত্রণে ◈ ইরানে ইসরায়েলের হামলার খবরে বিশ্বজুড়ে উত্তেজনা, তৃতীয় বিশ্বযুদ্ধের আতঙ্ক

প্রকাশিত : ১০ জুন, ২০২৩, ১০:৫৮ দুপুর
আপডেট : ১০ জুন, ২০২৩, ০৬:০৪ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবচেয়ে বড় রুবি বিক্রি হলো কয়েক কোটি ডলারে

নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিশ্বে বৃহত্তম রুবি ইসত্রেলা ডি ফিউরা

সাজ্জাদুল ইসলাম: নিলামে রেকর্ড দামে বিক্রি হল বিশ্বে বৃহত্তম রুবি (রত্নপাথর)। রুবিটির ওজন ৫৫ দশমিক ২২ ক্যারেট। রুবিটির নাম ইসত্রেলা ডি ফিউরা। গত বৃহস্পতিবার নিলামে ৩ কোটি ৪৮ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় রুবিটি। নিউইয়র্কে অনুষ্ঠিত এ নিলামের আয়োজন করে সোথবি’স। সূত্র: সিএনএন

এক বছরের কম সময় আগে কানাডার কোম্পানি ফিউরা জেমস মোজাম্বিকে নিজেদের একটি খনিতে আবিষ্কার করে রুবিটি। বিক্রির আগে রত্নটিকে এখন পর্যন্ত বাজারে আসা ‘অত্যন্ত বিরল’ এবং ‘সবচেয়ে মূল্যবান ও গুরুত্বপূর্ণ’ রুবি হিসেবে বর্ণনা করেছে সোথবি’স। মোজাম্বিকের সরকারী ভাষা পর্তুগিজ। এ ভাষায় রুবিটির নামকরণ হয়েছে ইসত্রেলা ডি ফিউরা বা স্টার অব ফিউরা।

গত বছরের জুলাইয়ে খনি থেকে ইসত্রেলা ডি ফিউরা রুবিটি উত্তোলন করার সময় এর ওজন ছিল ১০১ ক্যারেট। পরে কেটে ও পলিশ করার পর এর ওজন দাঁড়ায় ৫৫ ক্যারেট। এটি এখন পর্যন্ত আবিষ্কৃত সবচেয়ে বড় রত্ন-মানের রুবি। রুবিটির অভ্যন্তরীণ প্রতিফলনের কারণে এটি প্রাণবন্ত লাল রঙে পরিণত হয়েছে।

সাধারণত রেকর্ড দামে রত্নপাথর বিক্রিতে হীরার দাপটই বেশি থাকে, বিশেষ করে রঙিন হীরা হলে। তবে রুবিকেও বিশ্বের বিরল ও সবচেয়ে মূল্যবান রত্নপাথর হিসেবে বিবেচনা করা হয়ে থাকে।

সোথবি’সের তথ্য অনুযায়ী, এর আগে সবচেয়ে দামি রুবিটির নাম ছিল সানরাইজ রুবি। ২৫ দশমিক ৫৯ ক্যারেটের ওই রুবি মিয়ানমারে আবিষ্কার করা হয়। ২০১৫ সালের সুইজারল্যান্ডের জেনেভায় ৩ কোটি ৩০ লাখ মার্কিন ডলারে বিক্রি হয় সেটি। সম্পাদনা: মাজহারুল ইসলাম

এসআই/এমআই/এইচএ

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়