রাশিদুল ইসলাম: প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায় বৃদ্ধির নতুন ক্ষেত্র হিসেবে ভূমি রেজিস্ট্রেশনে কর হার বাড়ানোর প্রস্তাব দেওয়া হয়েছে। এর ফলে রাজধানী ঢাকা ও চট্টগ্রাম মহানগরীসহ দেশে জমি রেজিস্ট্রেশনের খরচ বাড়তে পারে। বৃহস্পতিবার অর্থমন্ত্রী তার প্রস্তাবিত বাজেটে এই দুই এলাকাসহ জমি রেজিস্ট্রেশনে উৎসে কর বাড়ানোর প্রস্তাব করেছেন।
অর্থমন্ত্রী রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক) ও চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) আওতাধীন এবং এর বহির্ভুত এলাকায় জমি রেজিস্ট্রেশনকালে যৌক্তিকভাবে উৎসে কর হার বৃদ্ধির প্রস্তাব করেছেন। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
আরআই/এসবি/এসবি২