ভূঁইয়া আশিক রহমান: বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. সালেহউদ্দিন আহমেদ বলেছেন, মূল্যস্ফীতি, কর ব্যবস্থাপনা, কর আদায়, কর্মসংস্থান, এনার্জিতে ভর্তুকি এসব ব্যাপারে স্পষ্ট কিছু নেই প্রস্তাবিত বাজেটে। তবে বাজেটে যেটা করা হয়েছে, করের ওপর বেশি জোর দিয়েছে আয় বৃদ্ধির চেষ্টার অংশ হিসেবে। বাজেট বাস্তবায়নে সবচেয়ে বড় চ্যালেঞ্জ রাজস্ব আয় বাড়ানো। এজন্য যারা ট্যাক্স দেয় না তাদের করের আওতায় আনতে হবে।
তিনি বলেন, নির্বাচন সামনে, বাজেট ঘোষণার সময় সেটাও কিছুটা মাথায় ছিলো। এতো লাখ টাকার এডিপির মানে কী? ৬ মাসের জন্য। যেটা হওয়া উচিত ছিলো, মূল্যস্ফীতি, কমংস্থান বৃদ্ধি ও উৎপাদন প্রক্রিয়া সহতজর করার ব্যাপারে শক্ত পলিসি দরকার ছিলো। শিক্ষা, স্বাস্থ্যে খুব বেশি কিছু দেখছি না। বাজেট বাস্তবায়নও বড় চ্যালেঞ্জ।
ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, রাজস্ব লক্ষ্যমাত্রা অর্জন খুবই কঠিন হবে। কারণ এতো রাজস্ব কীভাবে আদায় হবে ট্যাক্স-ভ্যাট না বাড়িয়ে। করের আওতা বাড়ানোর বিষয়ে কোনো উৎসাহ নেই। যারা কর দেন তাদের ওপর চাপ বাড়ানো হয়। মূল্যস্ফীতি ছয়ে নামিয়ে আনাও খুব কঠিন হবে। সম্পাদনা: সালেহ্ বিপ্লব
বিএআর/এসবি/এসবি২