শিরোনাম
◈ নিষিদ্ধ সংগঠনের কোনো কার্যক্রম ঢাকা রেঞ্জে চলবে না: ডিআইজি রেজাউল ◈ সাময়িকভাবে সরকারি মালিকানায় নেওয়া যাবে যেকোনো ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান, অধ্যাদেশ জারি ◈ স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণে দ্রুত সমন্বিত পদক্ষেপের আহ্বান প্রধান উপদেষ্টার ◈ আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের সিদ্ধান্তকে স্বাগত জানায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ (ভিডিও) ◈ তাপপ্রবাহ চলছে দেশজুড়ে, স্বস্তির খবর দিল আবহাওয়া অফিস ◈ রাজনৈতিক দলের বিচারে ট্রাইব্যুনাল আইনের সংশোধন, গেজেট প্রকাশ ◈ বাংলাদেশের কাছে লিখিত প্রস্তাব চায় যুক্তরাষ্ট্র, তারপর আলোচনা শুরু ◈ আ. লীগের কার্যক্রম বন্ধ হচ্ছে অনলাইনেও, পেজ বন্ধে চিঠি দেবে বিটিআরসি ◈ ভারত-পাকিস্তানের সঙ্গে কাশ্মীর সমস্যা সমাধানে কাজ করব: ট্রাম্প ◈ আবারও শাহবাগ অবরোধ করেছেন জুলাই গণ-অভ্যুত্থানের আহতরা

প্রকাশিত : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর
আপডেট : ৩১ মার্চ, ২০২৩, ০৪:৫৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সবজি ও ডিমে কিছুটা স্বস্তি, দাম বেড়েছে ব্রয়লার মুরগির

সবজি ও ডিম, ব্রয়লার মুরগি

মাসুদ আলম: বছরের যে কোনো সময়ের চেয়ে এখন বাজারে নিত্যপণ্যের দাম বেশি। রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম বাড়লেও এখন অনেকটা নমনীয়। ৪০ টাকা কেজিতেও সবজি পাওয়া যাচ্ছে। দু-একটি সবজি ছাড়া প্রায় সব ধরনের সবজি কেজিতে ৫ থেকে ১০ টাকা কমেছে। এছাড়া ডিমের ডজন ৫ টাকা কমে বিক্রি হচ্ছে ১২৫ টাকা। 

এদিকে ভোক্তা অধিকারের নিয়মিত অভিযানের ফলে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমলেও আবারও কেজিতে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ২১০ টাকা। তবে বৃহস্পতিবার ব্রয়লারের কেজি বিক্রি হয়েছে ২০০ টাকা। সোনালি মুরগি কেজিতে ৩০ টাকা কমে বিক্রি হচ্ছে ৩৩০ টাকা থেকে ৩৪০ টাকা। গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।

শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায়, বাজারে সবজির  কমতি নেই। পেঁপের কেজি ৪০ টাকা, শিম ৪০ টাকা, হাইব্রিড শসা ৪০ টাকা, বেগুন ৭০ থেকে ৮০ টাকা,  লাউ প্রতি পিস আকার ভেদে ৭০ থেকে ১০০ টাকা,  টমেটোর কেজি ৪০ টাকা, লেবু আকার ভেদে প্রতিহালি ৪০ টাকা থেকে ৬০ টাকা, কাঁচা কলা ৩০ টাকা হালি, ঢেঁড়স প্রতি কেজি ৭০ থেকে ৮০ টাকা,  পটল ৮০ টাকা,  কাচাঁমরিচের কেজি ৮০ থেকে ১০০ টাকায় বিক্রি হচ্ছে। 

সবজি বিক্রেতা সোহেল বলেন, সবজির বাজার গত সপ্তাহের তুলনায় ৫ থেকে ১০ টাকা কমেছে। আশা করা যায় দাম আরও কমবে। 

ভাটারা পূর্ব নুরেরচালার বাসিন্দা আব্দুল মুত্তালিব বলেন,বাজারে সবজির কোন সংকট নেই। তারপরও সবজির দাম ক্রেতাদের নাগালের বাহিরে। তবে গত সপ্তাহের তুলনায় দাম কিছুটা কমেছে। ৪০ টাকার নিচে কোনো সবজি নাই। এক হালি লেবুর দাম ৬০ টাকা, একটা লাউ ১০০ টাকা অবাক করা দাম!। সরকারের উচিত নিয়মিত বাজার মনিটরিং করা । 

  • সর্বশেষ
  • জনপ্রিয়