শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে বেড়েছে ৩২ লাখ কেজির বেশি

চা উৎপাদনে উত্তরের ৫ জেলায় নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

জমির উদ্দীন: ২০২১ সালে  উত্তরাঞ্চলে ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা  উৎপাদন হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার  কেজি হয়েছে, বাজার মূল্য ২৭০ কোটি টাকার বেশি। 

চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্র  জানায়, পঞ্চগড়ের সমতল ভূমিতে চা চাষ শুরুর পর  থেকে উত্তরবঙ্গে এখন পর্যন্ত  ২৫ একরে ৯টি নিবন্ধিত ও  ২১ টি অনিবন্ধিত বড় চা বাগান রয়েছে। এছাড়া ক্ষুদ্র চা বাগান আছে ৮ হাজার ৩৫৫টি। সব মিলিয়ে উত্তরবঙ্গে ১২ হাজার ৭৯ একর জমিতে চা চাষ হচ্ছে। কর্মসংস্থান হয়েছে  ৭ হাজার ২শ  লোকের।

এ পর্যন্ত ৪৮টি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা লাইসেন্স নিয়েছে। এর মধ্যে ২৫টি কারখানা চালু হয়েছে। পঞ্চগড়ে উৎপাদিত এই চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে নিলাম বাজারে বিক্রি করেন কারখানা মালিকরা। তবে পঞ্চগড়েও অকশন চালুর প্রক্রিয়া চলছে। 

চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, সমতল ভূমিতে চা চাষের জন্য পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী জেলাগুলো অত্যন্ত সম্ভাবনাময়। ক্রমেই উত্তরাঞ্চলে চা চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চা চাষ সম্প্রসারণের জন্য চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। চাষিদের নিয়ে বিভিন্ন এলাকায় কর্মশালা করা হচ্ছে। 

তিনি আরো বলেন,  চাষিদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। চা  গবেষণার জন্য এ আঞ্চলিক কার্যালয়ে একটি টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। 

সম্পাদনা : মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়