শিরোনাম
◈ শেখ হাসিনা ও আওয়ামী লীগের ভবিষ্যতের পরিকল্পনা ফাঁস করলেন সজীব ওয়াজেদ জয়! ◈ ১২ ফেব্রুয়া‌রি নির্বাচন কি আসলেই হবে- এই প্রশ্ন এখনো কেন উঠছে ◈ চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গে মার্সেইকে ৩-০ গো‌লে হারা‌লো লিভারপুল ◈ আজ নির্বাচনী মাঠে নামছেন তারেক রহমান, ডা. শফিকুর রহমান ও নাহিদ ইসলাম ◈ কানায় কানায় পূর্ণ আলিয়া মাদরাসা মাঠ, জনসমুদ্রে রূপ নিল বিএনপির জনসভা ◈ হাফিজ উদ্দিন খানের মৃত্যুতে প্রধান উপদেষ্টার শোক ◈ ফুটবল বিশ্বকা‌পের দ‌লে কী  জায়গা পা‌বেন নেইমার? ◈ টি–২০ বিশ্বকাপই শেষ সুযোগ, সে‌মিফাইনা‌লে উঠতে না পারলে চাকরি হারা‌বেন ম্যাককালাম ◈ রমজানে স্কুল খোলা রাখা 'বৈষম্যমূলক': পুরো মাস ছুটির দাবিতে হাইকোর্টে রিট ◈ কলাবাগানে ছিনতাইকারী সন্দেহে গণপিটুনি: দুই যুবক ঢামেকে ভর্তি

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ০২:২০ রাত
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২৩, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এক বছরে বেড়েছে ৩২ লাখ কেজির বেশি

চা উৎপাদনে উত্তরের ৫ জেলায় নতুন রেকর্ড

ছবি: সংগৃহীত

জমির উদ্দীন: ২০২১ সালে  উত্তরাঞ্চলে ১ কোটি ৪৫ লাখ ৪০ হাজার কেজি চা  উৎপাদন হয়েছিল। ২০২২ সালে তা বেড়ে ১ কোটি ৭৭ লাখ ৫৯ হাজার  কেজি হয়েছে, বাজার মূল্য ২৭০ কোটি টাকার বেশি। 

চা বোর্ড পঞ্চগড় আঞ্চলিক কার্যালয় সূত্র  জানায়, পঞ্চগড়ের সমতল ভূমিতে চা চাষ শুরুর পর  থেকে উত্তরবঙ্গে এখন পর্যন্ত  ২৫ একরে ৯টি নিবন্ধিত ও  ২১ টি অনিবন্ধিত বড় চা বাগান রয়েছে। এছাড়া ক্ষুদ্র চা বাগান আছে ৮ হাজার ৩৫৫টি। সব মিলিয়ে উত্তরবঙ্গে ১২ হাজার ৭৯ একর জমিতে চা চাষ হচ্ছে। কর্মসংস্থান হয়েছে  ৭ হাজার ২শ  লোকের।

এ পর্যন্ত ৪৮টি চা প্রক্রিয়াজাতকরণ কারখানা লাইসেন্স নিয়েছে। এর মধ্যে ২৫টি কারখানা চালু হয়েছে। পঞ্চগড়ে উৎপাদিত এই চা চট্টগ্রাম ও শ্রীমঙ্গলে নিলাম বাজারে বিক্রি করেন কারখানা মালিকরা। তবে পঞ্চগড়েও অকশন চালুর প্রক্রিয়া চলছে। 

চা বোর্ডের পঞ্চগড় আঞ্চলিক কার্যালয়ের উন্নয়ন কর্মকর্তা আমির হোসেন বলেন, সমতল ভূমিতে চা চাষের জন্য পঞ্চগড় ও এর পার্শ্ববর্তী জেলাগুলো অত্যন্ত সম্ভাবনাময়। ক্রমেই উত্তরাঞ্চলে চা চাষ ও উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। চা চাষ সম্প্রসারণের জন্য চাষিদের বিভিন্ন সহায়তার মাধ্যমে উৎসাহিত করা হচ্ছে। চাষিদের নিয়ে বিভিন্ন এলাকায় কর্মশালা করা হচ্ছে। 

তিনি আরো বলেন,  চাষিদের বিভিন্ন ধরনের সমস্যা সমাধানের জন্য ‘দুটি পাতা একটি কুঁড়ি’ নামে একটি মোবাইল অ্যাপস চালু করা হয়েছে। চা  গবেষণার জন্য এ আঞ্চলিক কার্যালয়ে একটি টি ল্যাবরেটরি স্থাপন করা হয়েছে। 

সম্পাদনা : মুরাদ হাসান, সালেহ্ বিপ্লব 

  • সর্বশেষ
  • জনপ্রিয়