শিরোনাম
◈ কোম্পানীগঞ্জে প্রবাসী পরিবারের ওপর হামলা ও গাছের সঙ্গে বেঁধে নির্যাতন ◈ অর্থনীতিতে স্বস্তির বার্তা : জুনে আইএমএফ-এর ঋণ পাচ্ছে বাংলাদেশ ◈ স্থ‌গিত হওয়া পিএসএল ১৭ মে আবার শুরু, প্রভাব পড়বে বাংলাদেশ সিরিজে ◈ ক্লাব বিশ্বকাপের আগে আর্জেন্টিনার ১৫ হাজার সমর্থককে নিষিদ্ধ করা হলো ◈ শার্শায় ৩০ মামলার আসামী আইনাল গ্রেফতার ◈ ইতালিতে কড়া অভিবাসন নীতি, টার্গেটে বাংলাদেশিরা! ◈ তরুণী মা'রধরের নেপথ্যে লঞ্চের ভেতরে সেদিন কী ঘটেছিল? ভিডিও প্রকাশ্যে ◈ সারা দেশে এনআইডি সেবা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ◈ রমনা বটমূলে বোমা হামলা: দুজনের যাবজ্জীবন, ৯ জনের ১০ বছর কারাদণ্ড ◈ সঞ্চয়পত্র কেনার নতুন নিয়ম

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে তেল রপ্তানি বেড়েছে ২০ ভাগ: দৈনিক রপ্তানি ১২ লাখ ব্যারেল

মোহাম্মাদ রেজা পুরইব্রাহিমি

রাশিদ রিয়াজ : চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে ইরানের তেল রপ্তানি শতকরা ২০ ভাগ বেড়েছে বলে খবর দিয়েছেন একজন সংসদ সদস্য।ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির সদস্য মোহাম্মাদ রেজা পুরইব্রাহিমি বলেছেন, চলতি ফার্সি বছরে বিগত ছয় মাসে তার আগের ছয় মাসের তুলনায় শতকরা ২০ ভাগ বেড়ে দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পরিদর্শনকারী সংস্থা ‘গ্লোবাল ট্যাংকার ট্র্যাকিং সার্ভিসেস’ এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের তেলখাতের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি বেড়েছে। ওই রিপোর্টে বলা হয়, ইরানি তেলের একটি বড় অংশ কিনছে চীনের বেসরকারি শোধনাগারগুলো।

২০১৮ সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের মে মাসে ওই নিষেধাজ্ঞা এত বেশি কঠোর করা হয় যে, ইরানের তেল রপ্তানি দৈনিক মাত্র তিন লাখ ব্যারেলে নেমে যায়।

পুরইব্রাহিমি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে আরো বলেছেন যে, বিগত ছয় মাসে ইরানের তেল রপ্তানির অর্থ দেশে আনার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি অর্জিত হয়েছে।এর আগে নিষেধাজ্ঞার কারণে ইরান যে পরিমাণ তেল রপ্তানি করত ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা থাকায় তার খুব সামান্য অর্থ দেশে আনা সম্ভব হতো।

তবে তেল রপ্তানি বাড়লেও তা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি জানিয়ে ইরানের এই সংসদ সদস্য বলেন, অপরিশোধিত তেল রপ্তানির ঘাটতি পূরণের লক্ষ্যে তার দেশ তেলজাত পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়