শিরোনাম
◈ টি- টোয়েন্টি সিরিজ: টস জিতে ব্যাটিংয়ে সিদ্ধান্ত বাংলাদেশের ◈ ভারতে মন্দিরের কুপ বিধ্বস্তে মৃতের সংখ্যা ৩৫ ◈ মেট্রোরেলের উত্তরা-আগারগাঁও রুটের ৯স্টেশন চালু ◈ কৃষিসহ নানা খাতে সম্পর্ক জোরদারে কাজ করবে বাংলাদেশ-ফিলিপাইন ◈ রাশিয়ায় শিশুকন্যা যুদ্ধবিরোধী  ছবি আঁকায় বাবার কারাদণ্ড ◈ জলবায়ু ন্যায়বিচার ইস্যুতে জাতিসংঘ সাধারণ পরিষদে ঐতিহাসিক প্রস্তাব গৃহীত ◈ ভারতের মধ্যপ্রদেশে রামনবমীর পুজা দিতে গিয়ে কুয়ায় পড়ে নিহত ১৩ ◈ ১২ জেলা ও ৩৯ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বৈকালিক স্বাস্থ্য সেবা চালু  ◈ শিশুর নামে অসত্য লিখে স্বাধীনতাকে কটাক্ষ করা কি অপরাধ নয়: প্রশ্ন তথ্যমন্ত্রীর ◈ গণমাধ্যমের কণ্ঠ নিস্তব্ধ করার জন্য চূড়ান্ত দমন চালানো হচ্ছে: মির্জা ফখরুল

প্রকাশিত : ০৬ ডিসেম্বর, ২০২২, ১২:৩৬ দুপুর
আপডেট : ০৬ ডিসেম্বর, ২০২২, ০৩:২৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানে তেল রপ্তানি বেড়েছে ২০ ভাগ: দৈনিক রপ্তানি ১২ লাখ ব্যারেল

মোহাম্মাদ রেজা পুরইব্রাহিমি

রাশিদ রিয়াজ : চলতি ফার্সি বছরের প্রথম ছয় মাসে ইরানের তেল রপ্তানি শতকরা ২০ ভাগ বেড়েছে বলে খবর দিয়েছেন একজন সংসদ সদস্য।ইরানের সংসদ মজলিসে শুরায়ে ইসলামির সদস্য মোহাম্মাদ রেজা পুরইব্রাহিমি বলেছেন, চলতি ফার্সি বছরে বিগত ছয় মাসে তার আগের ছয় মাসের তুলনায় শতকরা ২০ ভাগ বেড়ে দৈনিক গড়ে ১২ লাখ ব্যারেল তেল রপ্তানি হয়েছে।

আন্তর্জাতিক জাহাজ চলাচল পরিদর্শনকারী সংস্থা ‘গ্লোবাল ট্যাংকার ট্র্যাকিং সার্ভিসেস’ এর আগে এক প্রতিবেদনে জানিয়েছিল, ইরানের তেলখাতের ওপর আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা আরোপ থাকা সত্ত্বেও দেশটির তেল রপ্তানি বেড়েছে। ওই রিপোর্টে বলা হয়, ইরানি তেলের একটি বড় অংশ কিনছে চীনের বেসরকারি শোধনাগারগুলো।

২০১৮ সালের মে মাসে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে তেহরানের ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেন। ২০১৯ সালের মে মাসে ওই নিষেধাজ্ঞা এত বেশি কঠোর করা হয় যে, ইরানের তেল রপ্তানি দৈনিক মাত্র তিন লাখ ব্যারেলে নেমে যায়।

পুরইব্রাহিমি ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা ফার্স নিউজকে আরো বলেছেন যে, বিগত ছয় মাসে ইরানের তেল রপ্তানির অর্থ দেশে আনার ক্ষেত্রেও যথেষ্ট উন্নতি অর্জিত হয়েছে।এর আগে নিষেধাজ্ঞার কারণে ইরান যে পরিমাণ তেল রপ্তানি করত ব্যাংকিং লেনদেনের ওপর নিষেধাজ্ঞা থাকায় তার খুব সামান্য অর্থ দেশে আনা সম্ভব হতো।

তবে তেল রপ্তানি বাড়লেও তা এখনও কাঙ্ক্ষিত মাত্রায় পৌঁছায়নি জানিয়ে ইরানের এই সংসদ সদস্য বলেন, অপরিশোধিত তেল রপ্তানির ঘাটতি পূরণের লক্ষ্যে তার দেশ তেলজাত পণ্য রপ্তানি বাড়ানোর চেষ্টা করছে। পার্সটুডে

  • সর্বশেষ
  • জনপ্রিয়