শিরোনাম
◈ সিরাজগঞ্জে র‌্যাব দেখে পুকুরে ঝাঁপ, পানিতে ডুবে মাদক ব্যবসায়ীর মৃত্যু ◈ নেপালে জেন-জিদের বিক্ষোভে পুলিশের গুলিতে নিহত অন্তত ১৪, কাঠমান্ডুতে কারফিউ জারি ◈ ইসি থেকে অফিসিয়ালি নির্দেশনা না পেলেও সেনাবাহিনী প্রস্তুত রয়েছে: সেনাসদর (ভিডিও) ◈ রাষ্ট্রপতির বিশেষ সাং‌বিধা‌নিক আদেশে জুলাই সনদের রূপায়ণ? ◈ 'মাকে লোকে ভয় দেখিয়েছিল, মেয়ে এই কাজ করলে বিয়ে হবে না' ◈ যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বিশেষ বার্তা ◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা 

প্রকাশিত : ২২ জুলাই, ২০২৫, ০২:৩৫ রাত
আপডেট : ০৮ সেপ্টেম্বর, ২০২৫, ০৮:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

জাতীয় গ্রিডে বিপর্যয়ে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন সম্পূর্ণ বন্ধ

জাতীয় গ্রীডে সমস্যার কারণে দিনাজপুরের বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন পুরোপুরিভাবে বন্ধ হয়ে গেছে। সোমবার (২১ জুলাই) রাত সোয়া ১০ টার দিকে বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বড়পুকুরিয়া তাপ বিদ্যুৎ কেন্দ্র থেকে যে পরিমানে বিদ্যুৎ উৎপাদন হয় তা জাতীয় গ্রীডে যুক্ত করা হয়। কিন্তু সন্ধ্যায় জাতীয় গ্রীডে সমস্যার কারণে এখান থেকে উৎপাদিত বিদ্যুৎ সরবরাহে সমস্যা দেখা দেয়। পরে সন্ধ্যা ৭টা ৭ মিনিটে কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন সম্পূর্ণ রুপে বন্ধ হয়ে যায়। তবে দ্রুতই এই কেন্দ্রের একটি ইউনিট চালু করার জন্য জোর প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে সকালে ৩২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিটও বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার আগে এই ইউনিট থেকে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল। আর সন্ধ্যার দিকে কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিট বন্ধ হয়ে যায়। এই ইউনিট থেকে ৫০ থেকে ৫৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছিল এবং জাতীয় গ্রীডে যুক্ত হচ্ছিল। 

এদিকে, কেন্দ্রের ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ২নং ইউনিটটি দীর্ঘদিন ধরেই বন্ধ রয়েছে। উৎস: চ্যানেল24

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়