শিরোনাম
◈ শেখ হাসিনার স্লোগান খামে সনদ বিতরণে নিউ গভঃ ডিগ্রী কলেজে তোলপাড় ◈ সেপ্টেম্বরের ৬ দিনে এলো ৬ হাজার ২৯৫ কোটি টাকার রেমিটেন্স  ◈ পাকিস্তানে ক্রিকেট মা‌ঠে  বোমা হামলা, নিহত ১ ◈ কিশোরগঞ্জে ১২ বছরের শিশু অন্তঃসত্ত্বা,ধর্ষক গ্রেফতার  ◈ শাহজালালের তৃতীয় টার্মিনালে বিমানের পাশাপাশি আসতে পারে দ্বিতীয় গ্রাউন্ড হ্যান্ডলার  ◈ সেই জামায়াত নেতাকে বিতর্কিত মন্তব্যের জেরে অব্যাহতি  ◈ হাটহাজারিতে মাদ্রাসা অবমাননার অভিযোগ কেন্দ্র করে যেভাবে সংঘর্ষ শুরু ◈ সংবিধানের পরিবর্তন হলে আইনগত জটিলতা সৃষ্টি হবে: সালাহউদ্দিন আহমেদ ◈ লোহিত সাগরে কেবল কাটা, মধ্যপ্রাচ্য ও দ. এশিয়ায় ইন্টারনেট বিভ্রাট ◈ গণছুটিতে থাকা পল্লী বিদ্যুতের কর্মীদের ২৪ ঘণ্টা সময় বেঁধে দিল সরকার

প্রকাশিত : ২৩ মে, ২০২৫, ১১:২৭ দুপুর
আপডেট : ০৭ সেপ্টেম্বর, ২০২৫, ১০:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বিদেশি ভাষা শিখতে সহজে অর্থ পাঠানো যাবে

বিদেশে ভাষা শিক্ষা কোর্সে অধ্যয়নের জন্য অর্থ পাঠানোর প্রক্রিয়া সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এর ফলে ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ও পড়াশোনার জন্য প্রয়োজনীয় ফি পরিশোধে বৈদেশিক মুদ্রা ছাড় করতে এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না। ব্যাংকগুলো নিজেরা এই অর্থ বিদেশে পাঠাতে পারবে। পাশাপাশি বিদেশি ভাষা শিখতে ব্যাচেলর ডিগ্রির শর্তও প্রযোজ্য হবে না। বাংলাদেশ ব্যাংক আজ বৃহস্পতিবার এ–সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

আগে ব্যাচেলর ডিগ্রিধারীরা বাংলাদেশ ব্যাংকের অনুমতি নিয়ে ভাষা শিখতে বিদেশে খরচ পাঠাতে পারতেন। এখন আর বাংলাদেশ ব্যাংকের অনুমোদন লাগবে না।  আগের নিয়ম অনুযায়ী, বিদেশে স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানে ব্যাচেলর, পোস্ট গ্র্যাজুয়েট, কিংবা ব্যাচেলর ডিগ্রির পূর্বশর্ত হিসেবে ভাষা শিক্ষা কোর্স এবং পেশাগত ডিপ্লোমা/সার্টিফিকেট কোর্সে ভর্তির জন্য বৈদেশিক মুদ্রা ছাড় করার জন্য ব্যাংকগুলো প্রাধিকার প্রাপ্ত ছিল। এখন থেকে শিক্ষার্থীরা ভাষা শিক্ষা কোর্সে ভর্তি ফি ব্যাংকের মাধ্যমে প্রেরণ করতে পারবেন।

খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, ভাষা শিক্ষা কোর্স বিদেশে চাকরি পাওয়ার জন্য সহজ পন্থা হিসেবে কাজ করে। বিশেষ করে জাপানে ভাষা ‍শিক্ষা কোর্স সার্টিফিকেট থাকলে চাকরি পেতে সুবিধা হয়। এই প্রক্রিয়ায় রিক্রুটিং এজেন্সির সংশ্লিষ্টতা থাকার প্রয়োজন হয় না। এর ফলে বিদেশে কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে বলে আশা করা হচ্ছে। একটি সূত্র জানায়, সম্প্রতি জাপান দূতাবাস থেকে বাংলাদেশ ব্যাংককে একটি চিঠি দেওয়া হয়েছে, যেখানে জনশক্তি নিতে আগ্রহ দেখিয়েছে জাপান। এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলা হয়েছে। তারই ধারাবাহিকতায় এই নির্দেশনা দেওয়া হয়েছে। সূত্র : প্রথমআলো

  • সর্বশেষ
  • জনপ্রিয়