শিরোনাম
◈ সিলেট লাগোয়া বাংলাদেশ-ভারত সীমান্তে রাত্রিকালীন কারফিউ জারি করল মেঘালয় ◈ ভারতের সেনানিবাসের কাছে বিস্ফোরণ-গোলাগুলি (ভিডিও) ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনি প্রক্রিয়া কী? ◈ পারমাণবিক যুদ্ধ হলে ক্ষতি কল্পনাতীত, সংযত হওয়ার এখনই সময়: ডনের সম্পাদকীয় ◈ পাকিস্তানের আকাশসীমা পরিহার: বিমানের টরন্টো, লন্ডন ও রোম ফ্লাইটের সময়সূচি পরিবর্তন ◈ ভারতে ব্লকড বাংলাদেশি চারটি টিভির ইউটিউব চ্যানেল  ◈ আ.লীগ নিষিদ্ধ করা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া রাজনৈতিক নেতাদের ◈ আবার ‘ব্ল্যাকআউট’ হলো জম্মু-কাশ্মীরের বিস্তীর্ণ অংশ: সন্ধ্যা হতেই পাকিস্তানের গোলাবর্ষণ শুরু ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি: শাহবাগে অবস্থান চলবে, শনিবার বিকেলে গণজমায়েত ◈ দ্রুত সিদ্ধান্ত না এলে ফের ‘মার্চ টু ঢাকা’: নাহিদ ইসলাম

প্রকাশিত : ০৪ মে, ২০২৫, ০৯:২১ রাত
আপডেট : ০৯ মে, ২০২৫, ০৫:০০ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

এবি ব্যাংকের চেয়ারম্যানের পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক : বেসরকারি খাতের আরব বাংলাদেশ (এবি) ব্যাংকের চেয়ারম্যান ব্যারিস্টার খায়রুল আলম চৌধুরী পদত্যাগ করেছেন। গত বৃহস্পতিবার পরিচালনা পর্ষদের সভায় তিনি পদত্যাগ করেছেন বলে রোববার সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

ব্যাংকের সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলে জানা গেছে, পর্ষদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা হচ্ছিল না। তাই অনেকদিন ধরেই তিনি পদত্যাগ করবেন বলে গুঞ্জন ছিল। গত বৃহস্পতিবার সর্বশেষ পর্ষদ সভায় তিনি পদত্যাগ করেছেন। তার পরিবর্তে প্রতিষ্ঠানের সাবেক একজন ব্যবস্থাপনা পরিচালককে নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত করার আলোচনা চলছে।

তবে ব্যাংকের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কিছু জানানো হয়নি। ফলে এখনো ব্যাংকটির ওয়েবসাইটে চেয়ারম্যান হিসেবে তার নাম রয়েছে।

ব্যারিস্টার খায়রুল আলমের পদত্যাগের কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। তার সঙ্গে তাৎক্ষণিক কথা বলাও সম্ভব হয়নি।

প্রসঙ্গত, ব্যারিস্টার খায়রুল আলম ২০২২ সালের আগস্টে এবি ব্যাংকের চেয়ারম্যান হন। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন সিনিয়র আইনজীবী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়