শিরোনাম
◈ বিশ্ববিদ্যালয়গুলোর নির্বাচনে সেনাবাহিনীর কোনো সংশ্লিষ্টতা নেই ◈ সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খান গ্রেফতার ◈ ডলার সংকট–রাজনৈতিক অনিশ্চয়তায় বিদেশি-প্রবাসীদের শেয়ারবাজার বিমুখতা ◈ ভারতীয় ক্রিকেট বো‌র্ডের ক‌্যাশবা‌ক্সে ৫ বছরে ১৫ হাজার কো‌টি টাকা  জমা  ◈ আ'তঙ্কে কাঁপছে ভারত, সেনাপ্রধানের সরল স্বীকারোক্তি! (ভিডিও) ◈ এবার জাকসু নির্বাচন স্থগিত চেয়ে হাইকোর্টে রিট ◈ ভারত আমাদের প্রয়োজন নেই, বাংলাদেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি চাই: ন্যাটোর অস্ট্রিয়া বিভাগের চেয়ারম্যান গুনথার ◈ ওবায়দুল কাদের কোনঠাসা, শেখ হা‌সিনার কা‌ছে গুরুত্ব পা‌চ্ছেন যে তিন নেতা‌! ◈ ৮০ দেশে চীনা হ্যাকারদের হামলা, সব মার্কিন নাগরিকের তথ্য চীনের হাতে! (ভিডিও) ◈ বিশ্বকাপ বাছাই, পৃথক ম‌্যা‌চে বড় জয় স্পেন ও জার্মানির

প্রকাশিত : ১১ এপ্রিল, ২০২৫, ০২:১৫ রাত
আপডেট : ২১ আগস্ট, ২০২৫, ১০:০০ রাত

প্রতিবেদক : মনজুর এ আজিজ

শিল্পবান্ধব বাজেট চেয়ে এনবিআরকে ১১৪ সুপারিশ

নিজস্ব প্রতিবেদক : আসন্ন ২০২৫-২৬ অর্থবছরের বাজেট যেন বাস্তবভিত্তিক, ব্যবসাবান্ধব ও শিল্পোন্নয়নমুখী হয়, সেই প্রত্যাশা নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে আয়কর, ভ্যাট ও শুল্ক বিষয়ে মোট ১১৪টি সুপারিশ তুলে ধরেছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। বৃহস্পতিবার সকাল ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত চট্টগ্রামের ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে আয়োজিত এই প্রাক-বাজেট মতবিনিময় সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় চিটাগং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের প্রশাসক মুহাম্মদ আনোয়ার পাশার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় চট্টগ্রাম উইমেন চেম্বার, মেট্রোপলিটন চেম্বার, কক্সবাজার ও রাঙামাটি চেম্বারসহ নানা পর্যায়ের ব্যবসায়ী ও শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা অংশ নেন।

সভায় এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খান বলেন, আমাদের লক্ষ্য, রাজস্ব বোর্ডের সব কার্যক্রম সহজ ও শতভাগ অনলাইনভিত্তিক করা। ইতোমধ্যে অনেক কিছু শুরু হয়েছে। তবে বন্ড ব্যবস্থায় স্বয়ংক্রিয়তা আনাসহ কিছু কিছু জায়গায় বাধা রয়ে গেছে। তিনি বলেন, লাইসেন্স, পারমিট, রিটার্ন জমা দেওয়া, ভ্যাট অডিট সবকিছু যাতে ঘরে বসেই করা যায়, সে দিকেই যাচ্ছি। তবে ট্যাক্স রেভিনিউ বাড়ানো ছাড়া দেশের উন্নয়ন সম্ভব না। কর ফাঁকি রোধ আমাদের অগ্রাধিকার। আপনাদের যুক্তিসংগত দাবি অবশ্যই বিবেচনায় আনা হবে।

চট্টগ্রাম উইমেন চেম্বারের সভাপতি আবিদা সুলতানা বলেন, এখন দেশের প্রত্যন্ত অঞ্চল থেকেও নারীরা ব্যবসায় আসছেন। তবে তারা এখনও নানাভাবে বঞ্চিত হচ্ছেন। বাজেটে তাদের জন্য বিশেষ সহায়তা ও ট্যাক্স-ভ্যাটে ছাড়ের ব্যবস্থা থাকা জরুরি।

চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, আমদানি ও রপ্তানির কাজে ব্যবহৃত মেশিনারিজে বিপুল হারে ট্যাক্স-ভ্যাট দিতে হচ্ছে। এতে উৎপাদন খরচ বেড়ে যাচ্ছে। এই জায়গায় ছাড় না দিলে ব্যবসা টেকসই হবে না।

চিটাগং চেম্বারের সাবেক সভাপতি সরওয়ার জামাল নিজাম বলেন, বাংলাদেশে এখনো প্রায় ৫৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করেন। ভ্যাটের হার এমনভাবে নির্ধারণ করতে হবে যাতে সাধারণ মানুষ কষ্ট না পায়। সরাসরি ট্যাক্সও সহনীয় করতে হবে।

বিজিএমইএ’র সাবেক প্রথম সভাপতি নাসির উদ্দিন চৌধুরী বলেন, প্রতিবারই প্রাক-বাজেট সভায় আমরা কথা বলি, কিন্তু বাজেটে তার প্রতিফলন দেখা যায় না। এই প্রবণতা বন্ধ করতে হবে। পাশাপাশি অডিট সহজ, স্বচ্ছ ও হয়রানিমুক্ত  করতে হবে।

সভায় আরও বক্তব্য রাখেন বাংলাদেশ পান রপ্তানিকারক সমিতির সভাপতি একরামুল করিম, চেম্বারের সাবেক সহ-সভাপতি এরশাদ উল্লাহ, সাবেক পরিচালক আমজাদ চৌধুরী, ব্যবসায়ী নেতা বেলাল আহমেদ, রাঙামাটি চেম্বারের সভাপতি মামুনুর রশীদ ও কক্সবাজার চেম্বারের সভাপতি আবু মোরশেদ চৌধুরী প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়