শিরোনাম
◈ অর্থনীতিতে ইতিবাচক ইঙ্গিত: রেকর্ডসংখ্যক কোটিপতি ব্যাংক হিসাব ◈ কাতার ও ফিলিস্তিনের প্রতি অবিচল সমর্থন জানালো বাংলাদেশ ◈ দুবাইয়ে বিকৃত যৌ.নাচার ব্যবসার চক্রের মুখোশ উন্মোচন এবার বিবিসির অনুসন্ধানে! ◈ জনপ্রশাসনের ১৭ কর্মকর্তাকে বিদেশে বাংলাদেশ দূতাবাসে বদলি ◈ ‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা ◈ তিন জেলার ডিসিকে প্রত্যাহার ◈ জাতীয় ঐকমত্য কমিশনের মেয়াদ আবার বাড়ল ◈ আর্থিক সুবিধা নেওয়ায় কর কর্মকর্তা বরখাস্ত ◈ লড়াই ক‌রে‌ছে হংকং, শেষ দি‌কে হাসারাঙ্গার দাপ‌টে জয় পে‌লো শ্রীলঙ্কা ◈ দুর্গাপূজায় মণ্ডপ পরিদর্শনে প্রধান উপদেষ্টা ইউনূসকে আমন্ত্রণ হিন্দু ধর্মীয় নেতৃবৃন্দের

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২২ আগস্ট, ২০২৫, ০৯:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। প্রতি কেজি মুরগির দাম ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগির অতিরিক্ত চাহিদা বাড়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দর বৃদ্ধির চিত্র।

কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি প্রতি কেজি ৩০০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে । গত সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৯০ টাকা। সে হিসেবে আজকের বাজারে প্রতি কেজিতে ১০-২০ টাকা দর বৃদ্ধি পেয়েছে। তখন সোনালি মুরগি প্রতি কেজির দর ছিল ২৮০-২৯০ টাকা। এর দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ টাকা পর্যন্ত।

মুরগি দোকানিরা জানান, প্রতি বছরই রোজার শেষে মুরগির দাম বৃদ্ধি পায়। ঈদের আগ মুহূর্তে মুরগির দাম কিছুটা বাড়ে। এ দাম বৃদ্ধির জন্য পাইকারি বাজারে কম মুরগি ছাড়ছেন খামারিরা। আর চাহিদার তুলনায় জোগান কম থাকায় মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও চালের দর আগের মতোই চড়া দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্র হচ্ছে। তবে ডিমের দাম ক্রমেই কমছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। গত এক মাস ধরে এ দরের আশপাশে রয়েছে ডিমের দাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়