শিরোনাম
◈ জুলাই অভ্যুত্থানের সেই ঐক্য কোথায়? ◈ ব্রিটিশদের ‘নাকানিচুবানি’ দিতে ইরানের এক দশকের ‘ছায়া যুদ্ধ’: যেভাবে চলছে যুক্তরাজ্যের ভেতরে গোপন তৎপরতা ◈ চট্টগ্রাম কাস্টমস কমিশনার জাকির হোসেন বরখাস্ত, আরও কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা ◈ এবার অঝোরে কাঁদলেন মিসাইল ম্যান কিম জং উন (ভিডিও) ◈ জুলাই নিয়ে ‘আপত্তিকর’ ফেসবুক পোস্ট: পুলিশের বিরুদ্ধে ছাত্রদের অবরোধ-বিক্ষোভ ◈ নতুন উচ্চতায় রেমিট্যান্স: ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসী আয়ের সর্বোচ্চ প্রবাহ ◈ ডলারের দরপতনে রেকর্ড, ১৯৭৩ সালের পর সবচেয়ে বড় পতনে বিশ্ববাজারে আস্থার সংকট ◈ “৭১-এর মুক্তিযোদ্ধাদের মতোই চব্বিশের যোদ্ধাদেরও জাতি ভুলবে না” — তারেক রহমান ◈ গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ঐক্য বজায় রাখার আহ্বান খালেদা জিয়ার ◈ শ্রীলঙ্কার বিরু‌দ্ধে বুধবার  সি‌রি‌জের প্রথম ওয়ানডে ম‌্যা‌চে  মু‌খোমু‌খি  বাংলাদেশ

প্রকাশিত : ২১ মার্চ, ২০২৫, ০৪:৫৬ দুপুর
আপডেট : ২০ জুন, ২০২৫, ১১:০০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রয়লার মুরগির দাম কেজিতে বেড়েছে ২০ টাকা

সবজি বাজারে কিছুটা স্বস্তি থাকলেও দাম বেড়েছে ব্রয়লার মুরগির। প্রতি কেজি মুরগির দাম ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। ব্যবসায়ীরা বলছেন, মুরগির অতিরিক্ত চাহিদা বাড়ার কারণে দাম বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায় দর বৃদ্ধির চিত্র।

কারওয়ান বাজার, নিউমার্কেট, যাত্রাবাড়ী এলাকা ঘুরে দেখা গেছে, প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ২০০-২১০ টাকায় বিক্রি হচ্ছে। আর সোনালি মুরগি প্রতি কেজি ৩০০-৩১০ টাকা দরে বিক্রি হচ্ছে । গত সপ্তাহেও ব্রয়লার মুরগির কেজি ছিল ১৯০ টাকা। সে হিসেবে আজকের বাজারে প্রতি কেজিতে ১০-২০ টাকা দর বৃদ্ধি পেয়েছে। তখন সোনালি মুরগি প্রতি কেজির দর ছিল ২৮০-২৯০ টাকা। এর দাম প্রতি কেজিতে বৃদ্ধি পেয়েছে ২০ টাকা পর্যন্ত।

মুরগি দোকানিরা জানান, প্রতি বছরই রোজার শেষে মুরগির দাম বৃদ্ধি পায়। ঈদের আগ মুহূর্তে মুরগির দাম কিছুটা বাড়ে। এ দাম বৃদ্ধির জন্য পাইকারি বাজারে কম মুরগি ছাড়ছেন খামারিরা। আর চাহিদার তুলনায় জোগান কম থাকায় মুরগির দাম বৃদ্ধি পেয়েছে।

এ ছাড়াও চালের দর আগের মতোই চড়া দেখা গেছে। গরুর মাংস প্রতি কেজি ৭৫০ থেকে ৭৮০ টাকায় বিক্র হচ্ছে। তবে ডিমের দাম ক্রমেই কমছে। প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১১৫-১২০ টাকায়। গত এক মাস ধরে এ দরের আশপাশে রয়েছে ডিমের দাম।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়