শিরোনাম
◈ ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক টানাপোড়েনে পাল্টাপাল্টি নিষেধাজ্ঞা, বিপাকে দুই দেশের বাণিজ্য ◈ আগামী সাত মাস বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ: চট্টগ্রাম বন্দর পরিকল্পনায় বড় সম্ভাবনার ইঙ্গিত প্রধান উপদেষ্টার প্রেস সচিবের ◈ কী ‘উদ্দেশ্যে’ গাবতলীর হাট ইজারা বাতিল? ◈ সুনামগঞ্জে ৯০টি ভারতীয় গরুর চালান আটক  ◈ ইউ‌রোপা লি‌গে জি‌তে গে‌লো ম্যানচেস্টার ইউনাইটেড ◈ টেকনাফ থেকে সেন্টমার্টিনে মালামাল পাঠানোর নামে ৪০০ বস্তা সিমেন্ট মিয়ানমারে পাচার, ট্রলারসহ তিন মাঝিমাল্লা নিখোঁজ ◈ নারী বিষয়ক সংস্কার কমিশন বাতিলসহ চার দাবিতে সরকারকে চাপে রাখতে শ‌নিবার ঢাকায় সমা‌বেশ হেফাজতের ◈ পুলিশ সদস্যকে প্রেমের জেরে হত্যা, স্ত্রীসহ গ্রেফতার ৬ ◈ পাক সেনাপ্রধানের হুঁশিয়ারি ভারতকে, ‘আক্রান্ত হলে কঠিন জবাব’ ◈ বিকৃত যৌ'না'চারের নামে নির্যাতন ও পর্নোগ্রাফি, দুই নারী গ্রেফতার (ভিডিও)

প্রকাশিত : ২০ মার্চ, ২০২৫, ০৩:১৮ দুপুর
আপডেট : ৩০ এপ্রিল, ২০২৫, ০১:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মার্চ মাসের বেতন নিয়ে ব্যাংকারদের যে নির্দেশনা দিল কেন্দ্রীয় ব্যাংক

দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য নির্দেশনা জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক।

বৃহস্পতিবার (২০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।

 এতে বলা হয়, সরকারি পঞ্জিকা-২০২৫ অনুযায়ী ৩১ মার্চ ২০২৫ তারিখে (চাঁদ দেখা সাপেক্ষে) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে বিধায় সরকার কর্তৃক সরকারি, আধাসরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী (গেজেটেড-নন-গেজেটেড), সামরিক বাহিনীর কমিশন্ড বা নন-কমিশনড অফিসারদের মার্চ মাসের বেতন-ভাতাদি এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের মার্চ মাসের অবসর ভাতা ২৩ মার্চ দেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
  
এ পরিস্থিতিতে দেশে কার্যরত তফসিলি ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীদের এবং অবসরপ্রাপ্ত পেনশনারদের চলতি মার্চ মাসের বেতন-ভাতাদি ও অবসর ভাতা আগামী ২৩ মার্চ দেয়ার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে ব্যাংকগুলোকে নির্দেশনা দেয়া হলো।
 
ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ৪৫ ধারায় প্রদত্ত ক্ষমতাবলে এ নির্দেশনা জারি করা হয়েছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। উৎস: সময়নিউজটিভি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়