শিরোনাম
◈ জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণ ◈ বিল পরিশোধ, দীর্ঘদিন পর দায় মুক্ত পেট্রোবাংলা! ◈ নসরুল হামিদের ২০০ কোটি টাকা মূল্যের জমি জব্দের আদেশ ◈ ‘২২৬ জনকে হত্যার লাইসেন্স পেয়ে গেছি’- বক্তব্যটি হাসিনার: প্রমাণ পেয়েছে ট্রাইব্যুনাল ◈ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গাড়িতে হামলা গ্রেপ্তার ৫ ◈ জামিন স্থগিত সাবেক ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাসের ◈ চট্টগ্রা‌মে মিরাজ তাণ্ডব, জিম্বাবু‌য়ের বিরু‌দ্ধে দ্বিতীয় টে‌স্টে ইনিংস ব্যবধানে জিতলো বাংলাদেশ ◈ উত্তরায় চাঞ্চল্যকর অপহরণের ঘটনায় প্রাইভেট কারসহ দুই অপহরণকারী গ্রেফতার ◈ সম্ভাব্য তারিখ জানা গেল ঈদুল আজহার ◈ নির্বাচনী কোন ধরনের ঐক্য বা জোটে আগ্রহী নয় এনসিপি: নাহিদ ইসলাম (ভিডিও)

প্রকাশিত : ৩০ জুলাই, ২০২৪, ০৮:০৯ রাত
আপডেট : ২৯ মার্চ, ২০২৫, ০৬:০০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বাংলাদেশের আম যাচ্ছে চীনের বাজারে

সালেহ ইমরান: [২] চীনের বাজারে প্রবেশাধিকার পেলো বাংলাদেশের আম। বাংলাদেশ থেকে উন্নতমানের তাজা আম আমদানির অনুমতি দিয়েছে চীনের কাস্টমস কর্তৃপক্ষ। সোমবার ঢাকাস্থ চীনা দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে দেশটির জেনারেল অ্যাডমিনেস্ট্রেশন অব কাস্টমসের এ অনুমতির কথা জানানো হয়। তবে বাংলাদেশ থেকে পাঠানো আম অবশ্যই রোগবালই ও কীটনাশকমুক্ত হতে হবে বলে শর্ত দিয়েছে তারা। 

[৩] বাংলাদেশ চলতি বছর ৩৮টি দেশে ৩ হাজার ১০০ টন আম রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। মূলত হিমসাগর, গোপালভোগ, লক্ষণভোগ, আম্রপলী, ফজলি ও ল্যংড়া জাতের আম বেশি রপ্তানি হয়ে থাকে। 

[৪] কৃষি মন্ত্রণালয়ের এক পরিসংখ্যানে দেখা যায়, গত বছরের আম রপ্তানি  মৌসুমে (জুন-আগস্ট) বাংলাদেশ ২ হাজার ৭০০ টন আম রপ্তানি করেছে, যা আগের বছর ২০২২ সালের চেয়ে এক হাজার টন বেশি। 

[৫] চীনা দূতাবাস জানায়, বাংলাদেশ থেকে চীনের আম আমদানির বিষয়ে ‘ফাইটোস্যানিটারি শর্তাবলী দিয়ে দুই দেশ গত ২০ জুলাই বেইজিংয়ে একটি প্রটোকল স্বাক্ষর করে। এই ঘোষণাকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক চীন সফরের ফলাফল বাস্তবায়নের একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করছে চীনা কর্তৃপক্ষ। এর মাধ্যমে চীনের বিশাল বাজারে বাংলাদেশের উন্নতমানের আম প্রবেশাধিকার পাবে। এতে বাংলাদেশের রপ্তানির ক্ষেত্রেও বহুমুখীকরণ ঘটবে। 

[৬] দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্য সহযোগিতা যে পরস্পরের জন্য আরো ইতিবাচক ফল বয়ে আনছে তা চীনা কাস্টমসের এ ঘোষণার মাধ্যমে আরো স্পষ্ট হলো বলে জানায় দেশটির দূতাবাস। সম্পাদনা: সমর চক্রবর্তী

একে

  • সর্বশেষ
  • জনপ্রিয়