শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ১০:৪৩ রাত
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ১০:৪৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গোপালগঞ্জে টিসিবি পন্য পাচারকালে আটক

এস এম সাব্বির, গোপালগঞ্জে: [২] জেলার কোটালীপাড়া উপজেলার রামশীল ইউ.পি অফিস গোডাউন থেকে টিসিবি পন্য পাচারকালে ডিলার ও মালামালসহ আটক করে স্থানীয় চেয়ারম্যানের কাছে সোপর্দ করেছে  জনগন। পরে বিষয়টি আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য ইউ.পি চেয়ারম্যান সংশ্লিস্ট উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে চিঠি পাঠিয়েছেন।

[৩] কোটালীপাড়ার রামশীল ইউ.পি চেয়ারম্যান শ্যামল কান্তি বিশ্বাস জানান, গতকাল সোমবার (০২ অক্টোবর) রাত ১০টার দিকে রামশীল ইউ.পির অস্থায়ী গোডাউনে রাখা ১ হাজার ৪৫০ কেজি চাল, ৫৬ লিটার তেল ও ২০ কেজি মুসুরীর ডাল টিসিবি ডিলার কাজী এমরান তার বাড়িতে নিয়ে যাবার সময় স্থানীয় জনগন ধরে ফেলে। এসময় ডিলারসহ অন্যান্যদেরকে ধরে উত্তমমাধ্যম দিয়ে আমাদেরকে ডেকে এনে আমাদের হাতে তুলে দেয়। 

[৪] রাতেই আমি উপজেলা নির্বাহী অফিসারকে জানাই এবং সকালে এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য তার কাছে চিঠি দিয়েছি বলেও জানান তিনি। তা’ছাড়া বিষয়টি পুলিশকেও জানানো হয়েছে।

[৫] মঙ্গলবার কোটালীপাড়া উপজেলা নির্বাহী অফিসার ফেরদাউস ওয়াহিদ এর সাথে এ বিষয়ে কথা হলে তিনি জানান, ইতোমধ্যে উপজেলা কৃষি অফিসারকে প্রধান করে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত শেষে দোষী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

[৬] এসব মালামাল জনগনের মধ্যে বিতরন না করে বাইরে বেশী দামে বিক্রির জন্য নিয়ে যাওয়া হচ্ছিল বলে জনপ্রতিনিধি ও স্থানীয়রা জানান।এ বিষয়ে ওই ডিলারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন এলাকাবাসী। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়