শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ০৩ অক্টোবর, ২০২৩, ০৪:৪১ দুপুর
আপডেট : ০৩ অক্টোবর, ২০২৩, ০৪:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইউপি চেয়ারম্যানের প্রক্সি দিতে গিয়ে কলেজছাত্র আটক

জাফর ইকবাল অপু, খুলনা: [২] জেলার রূপসায় এইচ এস সি ২য় বর্ষ পরীক্ষায় বটিয়াঘাটা ৫ নং ভান্ডারকোট ইউ পি চেয়ারম্যানের প্রক্সি পরীক্ষা দিতে গিয়ে একজন কলেজছাত্র ধরা পড়েছে। শুক্রবার ২৯ সেপ্টেম্বর রুপসা কলেজে অনুষ্ঠিত উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের আওতাধীন ইতিহাস পরীক্ষায় এ ঘটনা ঘটে। 

[৩] এসময় খুলনা বটিয়াঘাটার ৫ নং ভান্ডারকোট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শেখ ওবাইদুল্লাহকে রূপসা কলেজ থেকে বহিষ্কার করা হয়। ভুয়া শিক্ষার্থী কলেজছাত্র নাঈম মুয়াল্লী তৎক্ষনাৎ পালিয়ে যায়। 

[৪] গোপন সূত্রের ভিত্তিতে জানা যায়, রূপসা কলেজে এই চেয়ারম্যানের পক্ষে নাইম নামক একজন কলেজছাত্র নিয়মিত পরীক্ষায় অংশগ্রহণ করছে। পরদিন শুক্রবার দুপুর ২ টায় কলেজে খোজ নিয়ে জানা যায়, এইচ এস সি ২য় বর্ষের শিক্ষার্থীরা উপস্থিত ছিল ৭০ জন , অনুপস্থিত ৬ জন। এর মধ্যে শেখ ওবায়দুল্লাহ নামক ব্যক্তি অনুপস্থিত থাকলেও, পরীক্ষা সংশ্লিষ্ট প্রতিটি কাগজে যথাযথ রয়েছে তার নাম ও স্বাক্ষর । দীর্ঘ অনুসন্ধানে বেরিয়ে আসে মূল ঘটনা। 

[৫] জানা যায়, নাঈম নামক ঐ কলেজ ছাত্র চেয়ারম্যান ওবায়দুলের হয়ে একাধিক পরীক্ষায় অংশগ্রহণ করেছেন। শিক্ষকের সহযোগিতায় পরীক্ষার হলে গিয়ে চেয়ারম্যানের নাম ও পরীক্ষার রোল নম্বর যাচাই করলে দেখা যায় পরিচয়পত্রের ছবির সাথে কথিত পরীক্ষার্থীর চেহারার কোনো মিল নেই। এসময় নিজেকে শেখ ওবাইদুল্লাহ দাবি করলেও একপর্যায়ে স্বীকার করেন তিনি প্রক্সি দিতে এসেছেন। 

[৬] নাঈম জানান, তিনি খুলনা সরকারী কমার্স কলেজের অনার্সে অধ্যয়নরত রয়েছেন। চেয়ারম্যানের সাথে সখ্যতা থাকায় এই কাজে রাজি হয়েছেন তিনি। ভান্ডারকোট বাজারে তিনি একটি কোচিং সেন্টার চালান ও অবসরের সময়ে একটি কসমেটিক্স এর দোকানে বসেন । তার পিতা একজন চা দোকানী। 

[৭] এ পরীক্ষার সমন্বয়কারী অনিরুদ্র কুমার বাহাদুর বলেন, “নিঃছিদ্র নিরাপত্তা মাধ্যমে প্রবেশপত্র যাচাই করে পরিক্ষার হলে প্রবেশ করতে দেওয়া হয়। এই পরীক্ষা গুলোতে পরীক্ষকসহ উপজেলা প্রশাসনের কর্মকর্তা পর্যবেক্ষণ করেন।” তবে, পরিচয় পত্র যাচাই ও নিরাপত্তার মধ্যেও কিভাবে এই শিক্ষার্থী নিয়মিত প্রক্সি পরীক্ষা দেন সেটি নিয়ে সন্দিহান শিক্ষকগন ও সাধারন শিক্ষার্থীরা। 

[৮] কলেজের অধ্যক্ষ ফ ম আ সালাম বলেন, পরিক্ষার্থী ভুয়া প্রমাণিত হওয়ায় বহিষ্কার করা হয়েছে। আমরা পুলিশকে বিষয়টি অবগত করেছি।” তবে রূপসা থানায় গিয়ে জানা যায়, এ বিষয়ে কলেজের পক্ষ থেকে একটি সাধারন ডায়েরী করা হয়েছে। 

[৯] স্থানীয় সুত্রে জানা যায়, অভিযুক্ত চেয়ারম্যান ভান্ডারকোট ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ছিলেন। ইউনিয়ন পরিষদ নির্বাচনে দলীয় নলিনেশন না পাওয়ায় স্বতন্ত্র প্রার্থী হন। ফলে সভাপতি পদ থেকে বহিষ্কার হন তিনি। ইতিমধ্যে খুলনার বেশ কয়েকটি অনলাইন মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে এ খবর ছড়িয়ে পড়ায় ফুঁসে উঠেছে ভান্ডারকোটসহ বটিয়াঘাটা উপজেলার জনগন। তবে এ বিষয়ে চেয়ারম্যান ওবায়দুল্লাহ শেখ’র বাড়িতে গেলে তাকে পাওয়া যায় নি। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়