শিরোনাম
◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগ মোড় অবরোধের ডাক হাসনাতের (ভিডিও) ◈ নারায়ণগঞ্জ থেকে কাশিমপুর কারাগারে আইভী ◈ ‘মিথ্যাচার ও আক্রমণাত্মক বক্তব্যের’ জবাব দিলেন আসিফ নজরুল ◈ শেখ হাসিনার বিরুদ্ধে জুলাই গণহত্যার রিপোর্ট দাখিল সোমবার ◈ জনগণ দ্রুত নির্বাচন চায় : ডা. জাহিদ ◈ আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে: অন্তর্বর্তীকালীন সরকারের বিবৃতি ◈ অনির্দিষ্টকালের জন্য স্থগিত আইপিএল ◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ

প্রকাশিত : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩০ রাত
আপডেট : ২৯ সেপ্টেম্বর, ২০২৩, ১০:৩০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১

কায়সার হামিদ মানিক, উখিয়া: [২] কক্সবাজার উখিয়ায় গুচ্ছগ্রাম এলাকা থেকে ৪০ হাজার পিস ইয়াবা ও মোটর সাইকেলসহ এক মাদককারবারীকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১৫।

[৩] ২৯ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) রাত ৮ টার দিকে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের উখিয়া আর্মি ক্যাম্প-২ এর সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত কারবারী হলেন, উপজেলার পালংখালী ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বটতলী মৃত ফজর আলীর ছেলে আবুল বশর (৫৫)।

[৪] কক্সবাজার র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (ল’এন্ড মিডিয়া) আবু সালাম চৌধুরী শুক্রবার বিকালে এক প্রেসবিজ্ঞপ্তিতে এতথ্য নিশ্চিত করেছেন। 

[৫] তিনি জানান, র‌্যাব-১৫ কক্সবাজার এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, একটি নাম্বার প্লেট বিহীন মোটর সাইকেল যোগে এক মাদককারবারী ইয়াবা বিক্রয়ের উদ্দেশ্যে মাদকদ্রব্য সাথে নিয়ে উখিয়া হতে কক্সবাজার শহরের দিকে আসছে। উক্ত সংবাদের ভিত্তিতে ২৯ সেপ্টেম্বর ২০২৩ ইং রাত ৮.০৫ ঘটিকায় র‌্যাব-১৫, সিপিসি-২ হোয়াইক্যং ক্যাম্পের একটি চৌকস আভিযানিক দল কক্সবাজার জেলার উখিয়া থানাধীন পালংখালী ইউনিয়নের উখিয়া আর্মি ক্যাম্প-২ এর সামনে টেকনাফ-কক্সবাজার মহাসড়কের উপর অস্থায়ী চেকপোষ্ট স্থাপন করে তল্লাশী অভিযান শুরু করে। এ সময় একটি মোটর সাইকেল তড়িৎ গতিতে চেকপোষ্ট অতিক্রমের একপর্যায়ে র‌্যাবের উপস্থিতি বুঝতে পেরে মোটর সাইকেলটি ফেলে দৌড়ে পালানোর চেষ্টাকালে আবুল বশর নামে এক মাদক কারবারী’কে গ্রেপ্তার করতে সক্ষম হয় র‌্যাব। 

[৬] পরবর্তীতে আভিযানিক দল উক্ত পালসার ১৫০ সিসি মোটর সাইকেল’টি  (যার ইঞ্জিন নং-H1-131-24/20-A) জব্দ করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত ব্যক্তি তার সাথে থাকা কাপড়ের ব্যাগের ভিতর ইয়াবা মজুদ রয়েছে মর্মে জানায়। অতঃপর উপস্থিত সাক্ষীদের সম্মুখে আটককৃত ব্যক্তির দেহ ও কাপড়ের ব্যাগ তল্লাশী করে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়।

[৭] জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তারকৃত মাদক কারবারী বেশ কিছু দিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে ইয়াবার ব্যবসা করে আসছে। সে মাদকদ্রব্য ইয়াবা পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে নিজের হেফাজতে মজুদ করে থাকে। পরবর্তীতে মজুদকৃত ইয়াবার চালান কক্সবাজারের উখিয়ায় বিক্রয়ের পাশাপাশি সে আর্থিকভাবে অধিক লাভবান হওয়ার জন্য নানাবিধ অভিনব পন্থায় মাদক পরিবহনের কাজে মোটর সাইকেল ব্যবহার করে উখিয়া থেকে কক্সবাজারের বিভিন্ন জায়গায় নিয়ে ইয়াবা বিক্রয় করে আসছিল বলে জানায়।

[৮] উদ্ধারকৃত আলামতসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণার্থে উখিয়া থানায় লিখিত এজাহার দাখিল করা হয়েছে। সম্পাদনা: এ আর শাকিল


প্রতিনিধি/এআরএস

  • সর্বশেষ
  • জনপ্রিয়