শিরোনাম
◈ যমুনার সামনে বিক্ষোভকারীদের জুমার নামাজ আদায়, নিরাপত্তা জোরদার, বাড়তি সতর্কতা ◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি

প্রকাশিত : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৩ রাত
আপডেট : ২৮ সেপ্টেম্বর, ২০২৩, ০৯:৩৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

কুমিল্লায় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারীর বাড়িতে হামলা, আহত ৭

শাহাজাদা এমরান, কুমিল্লা: কুমিল্লার লাকসামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে আলোচনা সভায় প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নানের বাড়িতে হামলা চালায় দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকালে জেলার লাকসাম পৌরসভার আব্দুল মান্নানের বাড়ির পাশে গাজীমুড়া কামিল মাদ্রসার মাঠে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আব্দুল মান্নানের সমর্থিত আওয়ামী লীগের কর্মী ফারুক, রাশেদ, শাহজান, মনিরসহ সাতজন গুরুতর আহত হয়ে জেলার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে লাকসাম থানার অফিসার ইনচার্জ মাহফুজ আহমেদ বলেন, কে বলছে হতাহতের ঘটনা ঘটছে। এখানেতো কোনো ঘটনাই ঘটেনি। লাকসামে কোনো মারামারির ঘটনা পাওয়া যায়নি। সবাই শান্তিপূর্ণভাবে বসবাস করছে। যারা বলে এমন ঘটনা ঘটছে তাদের নাম দিন।

প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী আব্দুল মান্নান বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জন্মদিন উপলক্ষে আমার বাড়ির পাশে মাদ্রাসার মাঠে একটি আলোচনা সভা করেন স্থায়ী আওয়ামী লীগের নেতাকর্মীরা। সেখানে আমি উপস্থিত হলে অতর্কিতভাবে আমাদের উপর এলজিডি মন্ত্রী তাজুল ইসলামের শ্যালক ও  উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর নেতৃত্বে জাহাঙ্গীর, সিহাব, শামীম, স্বাধীন মনির, রুবেল, ফরিদ, তুষার, কাউসার, হত্যা মামলার আসামী রাসেল, সাইফুল ইসলাম, রাজু ফারুক  হাসিব, ফাহিম, নিশাদ, কাউসার, সোহেল, সৌরভের সহযোগিতায় হামলা চালানো হয়। তারা আমাদের কে  অস্ত্রের মুখে জিম্মি করে। মোবাইল ছিনতাই করা হয়। সন্ত্রাসী মোহব্বত আলীর নেতৃত্বে হামলায় সাত জন আওয়ামী লীগের নেতাকর্মী গুরুতর আহত হয়।

এ বিষয় জানতে লাকসাম উপজেলার ভাইস চেয়ারম্যান মোহাব্বত আলীর সাথে যোগাযোগ করা হলে, তার মুঠোফোনটি বন্ধ পাওয়া যায়।

কুমিল্লা পুলিশ সুপার আব্দুল মান্নান বলেন, বিষয়টি জেনে বিস্তারিত জানাতে পারব।

  • সর্বশেষ
  • জনপ্রিয়