ফারুকুজ্জামান, কিশোরগঞ্জ: [২] জেলার ভৈরবে পিকআপ ভ্যান তল্লাশি করে ১৯টি মাছের ড্রামের মধ্য ২০ কেজি গাঁজাসহ মো. সোহেল রানা (২৬) নামে একজনকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্প।
[৩] রোববার (২৪ সেপ্টেম্বর) ভোরবেলা ঢাকা-সিলেট মহাসড়কের পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়।
[৪] সে ময়মনসিংহ জেলার বারুইগ্রাম এলাকার মো. রফিকুল ইসলাম ছেলে।
[৫] সিনিয়র সহকারী পুলিশ সুপার স্কোয়াড কমান্ডার মোহাম্মদ আক্কাছ আলী প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানান, একটি পিকআপ তল্লাশি করে পিকআপে রক্ষিত ১৯টি মাছের ড্রামের মধ্য হতে মোট ২০ কেজি গাঁজাসহ মো. সোহেল রানাকে আটক করে। মাদক কারবারি ব্রাহ্মণবাড়িয়া জেলার সীমান্তবর্তী এলাকা হতে চোরা চালানের মাধ্যমে অবৈধ মাদকদ্রব্য গাঁজা দেশের অভ্যন্তরে বিভিন্ন স্থানে বিভিন্ন ব্যক্তির কাছে বিক্রয় করার কথা স্বীকার করে।
[৬] আসামির বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ থানায় মামলা দায়ের করে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির
প্রতিনিধি/জেএ