শিরোনাম
◈ নিয়ন্ত্রণরেখায় ফের ভারত-পাকিস্তান সেনাদের গোলাগুলি ◈ পাকিস্তান যদি পাল্টা আঘাত হানে, তখন তা ঘোষণার কোনও দরকার হবে না: জেনারেল আহমেদ শরিফ ◈ অনিশ্চয়তার মাঝেও পি‌সি‌বি চায় বাংলাদেশ দল পাকিস্তান সফরে আসুক ◈ এই প্রথম হ‌কি বিশ্বকাপে আম্পায়া‌রিং করবেন  বাংলা‌দে‌শের সে‌লিম ও শাহবাজ  ◈ পারভেজ হত্যায় গ্রেফতার অভিযুক্ত টিনা ◈ রাফালের ধ্বংসাবশেষ সরানোর প্রমাণ পেয়েছে বিবিসি ভেরিফাই! ◈ যুদ্ধক্ষেত্রের ‘সাইলেন্ট কিলার’ হারোপ ড্রোনের বিশেষত্ব কী? (ভিডিও) ◈ এখানে আরেকটা বেয়াদব আছে, সে শহীদ ফ্যামিলিকে ননসেন্স বলেছে: সংবাদ সম্মেলনেই শহীদ ইয়ামিনের বাবা(ভিডিও) ◈ দুপুরের মধ্যে সব রাজনৈতিক দলকে ডেকে আওয়ামী লীগ নিষিদ্ধ করার দাবি, জানিয়েছেন জামায়াতের ঢাকা দক্ষিণের সেক্রেটারি ◈ ভরসার বিনিময়ে পেয়েছি অশ্বডিম্ব, সব দোষ এখন ছাত্র উপদেষ্টা নন্দঘোষ: উপদেষ্টা মাহফুজ

প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৪৬ বিকাল
আপডেট : ২৪ সেপ্টেম্বর, ২০২৩, ০৬:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সিরাজদিখানে রিভালবারসহ ২ ছিনতাইকারী আটক

মিজানুর রহমান, সিরাজদিখান (মুন্সীগঞ্জ): [২] জেলার সিরাজদিখানে এক রিভালবারসহ দুই পেশাদার ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। শনিবার (২৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টায় উপজেলার ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা নামক এলাকায় এ ঘটনা ঘটে । 

[৩] আটককৃতরা হলেন, মুন্সীগঞ্জ জেলার টঙ্গি বাড়ী উপজেলার চাষীরি গ্রামের আসাদুজ্জামান জুয়েলের ছেলে রেজা মাহমুদ সায়মন ও একই গ্রামের মৃত মোতালেবের ছেলে সুমন ওরফে কালু।

[৪] এ তথ্য জানান সিনিয়র সহকারী পুলিশ সুপার (সিরাজদিখান সার্কেল) মো.মোস্তাফিজুর রহমান রিফাত।

[৫] তিনি বলেন, উপজেলার রাজানগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মেহের আলীর মোটর সাইকেল ছিনতাইকালে পালিয়ে যাওয়ার সময় একটি রিভালবারসহ দুই ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। 

[৭] ইউপি সদস্য মেহের আলী জানান, শনিবার বিকালে আমার নিজ বাড়ী দক্ষিন রাজানগর থেকে একটি মোটর সাইকেলে দুই ছিনতাইকারী এসে আমার মোটর সাইকেলটি ছিনতাই করতে গেলে আমি টের পেয়ে যাই ,আমাকে দেখে ওরা দ্রুত ওদেও মোটরসাইকেল যোগে পালিয়ে যায়,পরে আমিও আমার মোটর সাইকেল নিয়ে ওদের পিছনে ধাওয়া করি।  ঢাকা-মাওয়া মহাসড়কের নিমতলা এলাকায় গিয়ে জনতার সহযোগীতায় ওদের আটক করে পুলিশে দেই । 

[৮] সিরাজদিখান থানার ওসি মো.মজাহিদুল ইসলাম জানান, দুজনেই পেশাদার মোটরসাইকেল ছিনতাইকারী। রেজা মাহমুদ সায়মনের বিরুদ্ধে ৬ টি ও সুমন ওরফে কালুর নামে ৩ টি মোটরসাইকেল চুরির বিভিন্ন থানায় মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে মামলা রুজু করে আজ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। সম্পাদনা: ইস্রাফিল ফকির

প্রতিনিধি/ইকে/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়