মাজহারুল ইসলাম: ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবিরের মেয়ে অর্পিতা শাহরিয়ার কবির মুমুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৮ জুন) রাতে রাজধানীর বনানীর একটি বাসা থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। এরপর রাতেই পরিবারের কাছে মরদেহটি হস্তান্তর করে পুলিশ। সূত্র: সমকাল অনলাইন
শুক্রবার (৯ জুন) দুপুরে বনানী থানার ওসি মোস্তাফিজুর রহমান বলেন, পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে, সাফা কবির আত্মহত্যা করেছেন। তবে কী কারণে তিনি আত্মহত্যা করেছেন, সে বিষয়ে জানা যায়নি। গত ২০২০ সালের জানুয়ারিতে স্ত্রী হারান শাহরিয়ার কবির। সূত্র: জাগোনিউজ, বাংলাভিশন/ সম্পাদনা: শামসুল হক বসুনিয়া
এমই/এসবি/জেএ