শিরোনাম
◈ পরিবর্তন করা হয়েছে জাতীয় আইনগত সহায়তা সংস্থার (লিগ্যাল এইড) হেল্পলাইন নম্বর ◈ স্পর্শকাতর এলাকায় থাকবে বডি ক্যামেরা, কমবে সংখ্যা : অর্থ উপদেষ্টা ◈ ক্লাউডফ্লেয়ার বিভ্রাটে বিশ্বজুড়ে ওয়েবসাইট অচল: এক্স (X), স্পটিফাই সহ হাজারো সাইটে সমস্যা! ◈ এবার রেকর্ড সংখ্যক তরুণ প্রথম ভোট দেবে: প্রধান উপদেষ্টা ◈ 'হাসিনার রায়ের দিন কেন বন্দরের চুক্তি স্বাক্ষর হল', প্রশ্ন আব্দুন নূর তুষারের (ভিডিও) ◈ প্রথম খেল‌তে নে‌মেই তা‌মি‌মের সেঞ্চু‌রি, ঢাকা - রাজশাহী ম‌্যাচ ড্র  ◈ রায়ের দিন কলকাতায় আ'লীগের কেন্দ্রীয় কমিটির নেতাদের মিটিং (ভিডিও) ◈ ৫৩ ‘জুলাই যোদ্ধার’ গেজেট বাতিল ◈ হাসিনাকে যে কারণে ফেরত দেবে না ভারত ◈ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো শেখ হাসিনার মৃত্যুদণ্ডের রায় নিয়ে যা বলছে 

প্রকাশিত : ০৫ জুন, ২০২৩, ০২:৫৭ দুপুর
আপডেট : ০৫ জুন, ২০২৩, ০২:৫৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

হিসাব সহকারীর বিরুদ্ধে ঘুস গ্রহণের সত্যতা পেয়েছে দুদক 

দুদক 

বিপ্লব সিকদার: রংপুর জেলার মিঠাপুকুর উপজেলা শিক্ষা অফিসের হিসাব সহকারীর বিরুদ্ধে ঘুস গ্রহণের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রংপুর জেলা দুর্নীতি দমন কমিশনের ( দুদক) একটি এনফোর্স মেন্ট টিম অভিযান পরিচালনাকালে এ সত্যতা পায়।

সোমবার (৫ জুন) দুর্নীতি দমন কমিশনের (দুদক) জনসংযোগ দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। 

সূত্রে জানা গেছে, উপজেলা শিক্ষা অফিস, মিঠাপুকুর, রংপুর এর হিসাব সহকারীর বিরুদ্ধে ২০২৩ সালে নিয়োগপ্রাপ্ত সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের সার্ভিস বই জমা গ্রহণের সময় প্রত্যেকের নিকট হতে ঘুষ গ্রহণ এবং চলতি বছরের  জানুয়ারী মাসের ৯ দিনের বেতন প্রদানে প্রত্যেকের নিকট পুনরায় ঘুস দাবির প্রেক্ষিতে  দুদক, জেলা কার্যালয়, রংপুর হতে একটি এনফোর্সমেন্ট পরিচালনা করা হয়। দুদক টিম কর্তৃক  উপজেলা শিক্ষা অফিস, মিঠাপুকুর পরিদর্শনকালে সহকারী শিক্ষকদের বক্তব্য গ্রহণ করা হয়। মূল অভিযুক্ত ও অফিস প্রধান অফিসে না থাকায় সহকারী শিক্ষা অফিসারদের ও অন্যান্য স্টাফদের বক্তব্য গ্রহণ করা হয়। সার্ভিস বুক সংগ্রহ পূর্বক নতুন যোগদানকারী সহকারী শিক্ষকদের সঙ্গে যোগাযোগ করা হয়। এছাড়াও সংশ্লিষ্ট অন্যান্য রেকর্ড পত্র যাচাই-বাছাই করা হয়। প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা রয়েছে মর্মে এনফোর্সমেন্ট টিম এর নিকট প্রতীয়মান হয়েছে।

বিএস/এইচএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়