মোশতাক আহমেদ, নারায়ণগঞ্জ: সোনারগাঁ ও রূপগঞ্জে পৃথক অভিযান চালিয়ে বিপুল পরিমান মাদকদ্রব্য এবং আগ্নেয়াস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের মধ্যে একজন হত্যা মামলার আসামিও রয়েছে।
শুক্রবার (২ জুন) রাতে এই অভিযান পরিচালনা করে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ ও কাউন্টার টেরোরিজম ইউনিটের জেলা শাখার দল।
শনিবার দুপুরে জেলা পুলিশ সুপার তার কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান।
পুলিশ সুপার জানান, শুক্রবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ উপজেলার মোগড়াপাড়া এলাকায় অভিযানি চালিয়ে ২২ লাখ ৪০ হাজার টাকা মূল্যের ১শ’১২ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে আটক করা হয়। কুমিল্লা থেকে আনা মাদকের এই চালানটি ঢাকা হয়ে উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় সরবরাহ করার কথা ছিল বলে আটককৃতরা জিজ্ঞাসাবাদে স্বীকার করে।
একই রাতে রূপগঞ্জ উপজেলার মাসাবো এলাকা থেকে একটি বিদেশী রিভলবার ও আট রাউন্ড গুলিসহ শাওন নামের এক যুবককে গ্রেপ্তার করা গয়। গ্রেপ্তারকৃত শাওন গত ৩০ মে রূপগঞ্জের বরপা এলাকায় নামধারী ছাত্রলীগ ও নামধারী যুবলীগের দুই গ্রুপের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে নিহত হোটেল বাবুর্চি বিল্লাল হাওলাদার হত্যা মামলার অন্যতম আসামি।
দু’টি অভিযানে গ্রেপ্তারকৃত চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়। সম্পাদনা: অনিক কর্মকার
প্রতিনিধি/একে