শিরোনাম
◈ সামরিক কর্মকর্তার পরিচয়ে হুমকি, সহায়তা চাইলেন গোলাম মাওলা রনি ◈ আলোচিত ‘তুমি কে? আমি কে?, রাজাকার রাজাকার’ স্লোগানের যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা নাহিদ ◈ ‘মুরুব্বি মুরুব্বি’ ভাইরাল ভিডিও নিয়ে যা বললেন তাহেরী (ভিডিও) ◈ মধ্যরাতে নেতাকর্মীদের জরুরি যে নির্দেশনা দিল আওয়ামী লীগ ◈ দুই বাংলার সিনেমা অঙ্গনে বাড়ছে ‘দুরত্ব’ ◈ ‘বিড়াল ধরে খাওয়ার অপরাধে’ হাইতির অভিবাসীদের তাড়াতে চান ট্রাম্প ◈ বাংলাদেশের উন্নয়নে ২০০ মিলিয়ন ডলারের সহায়তা যুক্তরাষ্ট্রের ◈ বাংলাদেশ ও ভারতের তিনজন করে ক্রিকেটার রেকর্ডের সামনে দাঁড়িয়ে  ◈ ধর্ষণ মামলা নিতে দেরি করায় ওসি গ্রেপ্তার! ◈ সাবেক মন্ত্রী-এমপি ও তাদের পরিবারের সদস্যসহ ৫৮৯ জনের পাসপোর্ট বাতিল

প্রকাশিত : ০৩ জুন, ২০২৩, ০১:২৯ দুপুর
আপডেট : ০৩ জুন, ২০২৩, ০১:২৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

উত্তরখানে পোশাক শ্রমিক কিশোরীকে ধর্ষণ, যুবক গ্রেপ্তার

গ্রেপ্তার

রফিকুল ইসলাম মিঠু, (উত্তরা) ঢাকা: রাজধানীর উত্তরখানে এক কিশোরী পোশাক শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মো. শাকিল (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।

ঐ কিশোরীর বাবা বাদী হয়ে উত্তরখান থানায় গত বৃহস্পতিবার রাতে ধর্ষণের অভিযোগে মামলা করলে আসামি শাকিলকে গ্রেপ্তার করে কাস্টমার উত্তরখান থানা পুলিশ। 

শাকিল বরিশালের বাকেরগঞ্জ উপজেলার দক্ষিণ কাজলাকাঠি গ্রামের মৃত মাসুদ খানের ছেলে। বর্তমানে উত্তরখান পুরান পাড়ার বিএইচখান স্কুলসংলগ্ন শিবলীর বাড়িতে ভাড়া থাকেন। 

মামলার এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী কিশোরী একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে ফোল্ডিং ম্যান হিসেবে চাকরি করেন। আসামি শাকিলও একই গার্মেন্টসে আয়রনম্যান হিসেবে চাকরি করেন। সেই সুবাদে তাদের পরিচয়। গত রোববার রাত ৯টার দিকে ভুক্তভোগী কিশোরীকে অনৈতিক প্রস্তাব দেন শাকিল। কিশোরী রাজি না হলে কথা-কাটাকাটির একপর্যায়ে ওই ফ্যাক্টরির নিচতলার একটি টিনশেড রুমে কিশোরীকে ধর্ষণ করেন।
 
উত্তরখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আবুল কালাম বলেন, ‘আমাদের কাছে ফোন আসে, একটি মেয়েকে একটি ছেলে ধর্ষণ করেছে। সঙ্গে সঙ্গে পুলিশ  পাঠিয়ে ভিকটিমকে উদ্ধার ও ছেলেকে আটক করে থানায় নিয়ে আসি। পরে ভিকটিমের বাবা বাদী হয়ে ধর্ষণের অভিযোগে মামলা করেন। ওই মামলায় আসামি শাকিলকে গ্রেপ্তার দেখিয়ে শুক্রবার সকালে ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে পাঠানো হয়। শুনানি শেষে বিচারক আসামি শাকিলকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।’

ওসি আবুল কালাম বলেন, ‘শাকিলের সঙ্গে মেয়েটির প্রেমের সম্পর্ক ছিল। ঘটনার দিন রাতে মেয়েটিকে একা পেয়ে সে ধর্ষণ করেছে বলে স্বীকার করেছে।’

প্রতিনিধি/এসএ 

  • সর্বশেষ
  • জনপ্রিয়