শিরোনাম
◈ ভোট চুরি চলতে থাকলে ভারতেও নেপাল–বাংলাদেশের মতো গণবিক্ষোভ ঘটতে পারে: অখিলেশ যাদব ◈ আগামী জাতীয় নির্বাচনে দেশি-বিদেশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা হবে: লন্ডনে তথ্য উপদেষ্টা ◈ যশোর সীমান্তে স্বর্ণপাচার বেড়েছে, আট মাসে উদ্ধার ২৬ কোটি টাকার স্বর্ণবার ◈ নেপালের নতুন প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানিয়েছেন প্রধান উপদেষ্টা  ◈ লন্ডনে উপদেষ্টা মাহফুজ আলমের ওপর হামলার চেষ্টা আ. লীগ নেতাকর্মীদের (ভিডিও) ◈ বাংলাদেশে আগামী নির্বাচন অনুষ্ঠানের যত চ্যালেঞ্জ ◈ দুর্বল ওমান‌কে হা‌রি‌য়ে ভারতকে উড়িয়ে দেবার হুম‌কি পা‌কিস্তা‌নের ◈ নিউইয়র্কে নেতানিয়াহুকে গ্রেফতার করতে চান মেয়র প্রার্থী মামদানি! ◈ ইসরায়েলের তেল আবিবকে লক্ষ্য করে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা ◈ 'এই সরকারের ভেতরে আরও অনেক সরকার আছে'

প্রকাশিত : ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১৯ রাত
আপডেট : ২৯ নভেম্বর, ২০২২, ০৯:১৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

রায়পুরায় পরীক্ষায় ফেল করায় শিক্ষার্থীর আত্মহত্যা

আজিজুল ইসলাম, রায়পুরা (নরসিংদী) : নরসিংদীর রায়পুরায় এস.এস.সি. পরীক্ষায় ফেল করায় সাদিয়া আক্তার (১৫) নামে এক শিক্ষার্থী গলায় উড়না পেচিয়ে আত্মহত্যা করেছে বলে খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে রায়পুরা উপজেলার মির্জাপুর ইউনিয়নের সাধুনগর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ওই শিক্ষার্থীর নাম সাদিয়া আক্তার। সে ওই গ্রামের জাহিরের বাড়ির কৃষক সোহরাফ মিয়ার মেয়ে। 

স্থানীয় সূত্র জানায়, সাদিয়া আক্তার রায়পুরা উপজেলার আলহাজ্ব বজলুল হক জে.এম. উচ্চ বিদ্যালয় (জয়নগর) থেকে মানবিক বিভাগে এস.এস.সি পরীক্ষায় অংশ নেয়। সোমবার (২৮ নভেম্বর) এস.এস.সি ও সমমান পরীক্ষার ফলাফল হাতে পেয়ে জানতে পারে সে ইংরেজী ও গণিত বিষয়ে অকৃতকার্য  হয়েছে। এতে সে মানসিকভাবে ভেঙ্গে পরে।

বিষয়টি ওই শিক্ষার্থী তার বড় বোনের সাথে মুঠোফোনে জানালে খবরটি শুনে বোনকে শান্তনা দিতে বাড়িতে এসে মঙ্গলবার দুপুরে ঘরের দরজা বন্ধ দেখে ডাকাডাকি করেও কোন সাড়াশব্দ পাওয়া যায়নি। পরে সে প্রতিবেশীদের নিয়ে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখতে পায় সাদিয়া গলায় ওড়না পেঁচিয়ে ফ্যানের সাথে ঝুলে আছে। পরে স্থানীয়রা এ  দৃশ্য দেখে রায়পুরা থানায় খবর দেন। 

নিহতের বান্ধবী লিজা সাংবাদিকদের জানান, পরীক্ষায় ফেল করার পর থেকে রাত পর্যন্ত বিষণ কান্নাকাটি শুরু করে। বাড়ির সকলে বোর্ডে পুণরায় যাচাইয়ের জন্য আবেদনসহ মনকে শক্ত করার শান্তনা দেন। মঙ্গলবার বিকেলে অনলাইনে পুণ:যাচাইয়ের জন্য আবেদনের কথা ছিলো। দুপুরে শুনলাম সে আত্মহত্যা করেছে। 

রায়পুরা থানার উপ-পরিদর্শক নাসির উদ্দিন সাংবাদিকদের জানান, সাদিয়া এসএসসি পরীক্ষায় দুই বিষয়ে অকৃতকার্য হওয়ায় দুপুরে নিজ ঘরে আত্মহত্যা করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে তার লাশ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করা হয়েছে। 

প্রতিনিধি/জেএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়