শিরোনাম
◈ সয়াবিনের দাম বাড়ানোর সুযোগ নেই: বাণিজ্য প্রতিমন্ত্রী ◈ উপজেলা নির্বাচন বর্জনের সিদ্ধান্ত বিএনপির ◈ কেউ যেন নিরাপত্তাহীনতায় না থাকি, আইনের শাসনে জীবনযাপন করি: ড. ইউনূস ◈ মা, স্ত্রী ও দুই ছেলে নিয়ে ঢাকা ফিরছিলেন রফিক, পথে প্রাণ গেল সবার ◈ স্থায়ী জামিন না পাওয়ায় ক্ষুব্ধ হয়েছি: ড. ইউনূসের আইনজীবী ◈ উপজেলার ভোটে এমপি-মন্ত্রীদের হস্তক্ষেপ না করতে প্রধানমন্ত্রীর নির্দেশ : ওবায়দুল কাদের  ◈ শ্রম আইন লঙ্ঘন: ড. ইউনূসসহ ৪ জনের জামিন ২৩ মে পর্যন্ত বৃদ্ধি ◈ ময়মনসিংহে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ২৬ ◈ ফরিদপুরে বাস-পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত বেড়ে ১৩  ◈ ইরানের হামলার জবাব দেবে ইসরায়েল: সেনাপ্রধান

প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২২, ১০:২৭ রাত
আপডেট : ২৮ নভেম্বর, ২০২২, ০৬:০২ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ঘুষ নেওয়ার ভিডিও ভাইরাল, সেই ভূমি কর্মকর্তা বরখাস্ত

সঞ্চয় বিশ্বাস: নিজ কার্যালয়ে বসে ঘুষ নেয়ার অভিযোগ উঠেছে রাজশাহীর চারঘাট উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তা আব্দুস সাত্তারের বিরুদ্ধে। ভূমি উন্নয়ন কর দিতে আসা জমির মালিকদের কাছে ঘুষ নেওয়ার অভিযোগে শনিবার (২৬ নভেম্বর) জেলা প্রশাসক আবদুল জলিল ভূমি কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করেছেন। সময়টিভি, যুগান্তর

গত শুক্রবার উপজেলার সরদহ ইউনিয়ন ভূমি কার্যালয়ের এই ঘুষ লেনদেনের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে। সেখানে দেখা যায় ইউনিয়ন সহকারী ভূমি কর্মকর্তা আব্দুস সাত্তার ঘুষ লেনদেন ও দর কষাকষি করছেন। কপর্যায়ে টাকা পকেটে ঢোকান তিনি। এরপরই তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে প্রশাসন।

রাজশাহী জেলা প্রশাসক আবদুল জলিল স্বাক্ষরিত আদেশে বলা হয়েছে, সরদহ ইউনিয়ন ভূমি অফিসে ঘুষ নেয়ার যে ভিডিও  প্রকাশ হয়েছে তা পর্যালোচনা করে দেখা গেছে- আব্দুস সাত্তার ভূমি উন্নয়ন কর আদায়ের ক্ষেত্রে দাখিলায় উল্লেখ করা টাকার পরিমাণের চেয়ে অধিক টাকা অনৈতিকভাবে সেবা প্রার্থীদের কাছে দাবি করেছেন। বর্তমানে জনবান্ধব সরকার যেখানে ডিজিটাল পদ্ধতিতে স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে কাঙ্ক্ষিত মানের ভূমি সেবা প্রদানের কার্যকরী ব্যবস্থা গ্রহণ করেছেন, সেখানে তিনি জোরপূর্বক অতিরিক্ত অর্থ আদায়ের অপচেষ্টায় লিপ্ত রয়েছেন। যা সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ এর ৩(খ) ও ৩(ঘ) অনুযায়ী যথাক্রমে অসদাচরণ ও দুর্নীতির শামিল।

এ বিষয়ে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোহরাব হোসেন বলেন, ভিডিওটি দেখেছি প্রাথমিকভাবে আমরা নিশ্চিত হয়েছি ভিডিওর ওই ব্যক্তি আব্দুস সাত্তার। সত্যতা যাচাই করে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে। সম্পাদনা: নাহিদ হাসান

সবি/নাহা

  • সর্বশেষ
  • জনপ্রিয়