শিরোনাম
◈ চট্টগ্রাম বন্দরে সাইফ পাওয়ার টেকের যুগের অবসান, এনসিটির দায়িত্বে নৌবাহিনী ◈ ১ ট্রিলিয়ন ডলারের খনিজের খেলায় তালেবান, পেছনে চীন-রাশিয়া-ইরান-ভারত! ◈ পাকিস্তানকে ঠেকাতে গিয়ে ভারতে বন্যা, তোপের মুখে কঙ্গনা (ভিডিও) ◈ ৫ আগস্ট লক্ষ্য ছিল গণভবন, এবার জাতীয় সংসদ: নাহিদ ইসলাম (ভিডিও) ◈ গাজীপুরে মহানগর বিএনপির ৪ নেতা বহিষ্কার ◈ দেশের জাতীয় নিরাপত্তা রক্ষায় জনগণ ঐক্যবদ্ধ : মির্জা ফখরুল ◈ রেস্ট হাউজে ‘নারীসহ’ ওসি, আটক করে ‘চাঁদা দাবি’ ছাত্রদল নেতার, সিসিটিভির ফুটেজ ফাঁস ◈ আর একটি হত্যাকাণ্ড ঘটলে সীমান্ত অভিমুখে লংমার্চ: হুঁশিয়ারি নাহিদ ইসলামের ◈ ধামরাইয়ে ঋণ দেওয়ার কথা বলে গৃহবধুকে ধর্ষণ, আসামী গ্রেফতার ◈ গাজীপুরে চাঁদাবাজির মামলায় গ্রেফতার বিএনপি নেতা স্বপন

প্রকাশিত : ২২ নভেম্বর, ২০২২, ০৭:৪৬ বিকাল
আপডেট : ২২ নভেম্বর, ২০২২, ০৭:৪৬ বিকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ব্রাহ্মণপাড়ায় চিকিৎসকের ভুলে মা ও শিশুর মৃত্যু

শাহাজাদা এমরান, কুমিল্লা : কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার মধুমতি হাসপাতালে সিজার অপারেশনে ডাক্তারের ভুলে এক অন্তঃসত্ত্বা ও তার পেটে থাকা সন্তান মৃত্যুর অভিযোগ উঠেছে। গত শুক্রবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় এ ঘটনা ঘটে। নিহত লিজা আক্তার বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের দেলোয়ার হোসেনের স্ত্রী। 

দেলোয়ার হোসেন জানান, ১৮ নভেম্বর সন্ধ্যায় আমার স্ত্রী লিজা আক্তারকে ব্রাহ্মণপাড়ার মধুমতি হাসপাতালের চিকিৎসক ডা. রহিমা সুলতানা রত্নার কাছে নিয়ে যাই।

তিনি তখন সিজার করাতে বলেন। তার কথায় সিজার করাতে রাজি হই। পরে তিনি মধুমতি হাসপাতলে অপারেশন করার জন্য অপারেশন থিয়েটারে নেয়ার ৪০ থেকে ৪৫ মিনিট পর ও আমি আমার স্ত্রীর কোন প্রকার খোঁজখবর পায়নি।

একটু পর দেখি নার্স ও ডাক্তারগণ ছুটাছুটি করছিলেন। কিছুক্ষণ পর হাসপাতাল কর্তৃপক্ষ বলছে আমার রোগীকে দ্রুত কুমিল্লা হাসপাতালে নিতে হবে। তখন দেখি লিজার তলপেট কাটা আবার সেলাই করে রাখা।

পরে লিজাকে এম্বুলেন্স যোগে কুমিল্লার একটি প্রাইভেট হাসপাতালে নেওয়ার পর সেখানে কর্তব্যরত ডাক্তার জানান রোগী এক ঘণ্টা আগে মারা গেছেন। 

পরবর্তীতে লিজার মরদেহসহ আমার আত্মীয় স্বজনদের সাথে নিয়ে পুনরায় মধুমতি হাসপাতালে নিয়ে আসি। এ ঘটনার খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার ওসি একরাম মধুমতি হাসপাতালে আসেন।

সব কিছু দেখেন। পরে ব্রাহ্মণপাড়া উপজেলা নির্বাহী অফিসার সোহেল রানা ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ ইয়ামিন ইসলাম তুহিন হাসপাতাল পরিদর্শন করেন। 

এ হাসপাতালে বিরুদ্ধে আগের এমন বহু অভিযোগ রয়েছে। মধুমতি হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালন মো. নাজমুল হাসান শরীফ বলেন, আমি এ বিষয়ে কথা বলতে চাই না। এটা আমার দায়িত্ব না। 

ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আবুল হাসনাত মোহাম্মদ মহিউদ্দিন মবিন জানান, বিষয়টি আমরা জেনেছি।

লিখিত অভিযোগের পরিপেক্ষিতে আমরা পরবর্তী সিদ্ধান্তে যাবো। এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা বলেন, একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

প্রতিনিধি/এএইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়