শিরোনাম
◈ গাজা থেকে সিডনি; যখন ইসরায়েল বিশ্বের ইহুদিদের জীবন কেড়ে নেয়! ◈ বিবিসির বিরুদ্ধে মানহানির মামলা করলেন ডোনাল্ড ট্রাম্প ◈ ক্যান্টনমেন্টের ভেতরে-বাইরে কী ঘটেছিলো ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর  ◈ ১৯৭১-এর বিজয় স্মরণে মোদির পোস্ট, বাংলাদেশের নাম না থাকায় প্রশ্ন ◈ বিভাজন ও হিংসা ভুলে বৈষম্যহীন বাংলাদেশ গড়ার অঙ্গীকার: তারেক রহমান ◈ হাদি হত্যা চেষ্টা: ফয়সাল করিমের ঘনিষ্ঠ সহযোগী কে এই দাঁতভাঙা কবির? ◈ আজ থে‌কে ঢাকায় শুরু আন্তর্জাতিক ব্যাডমিন্টন প্রতিযোগিতা  ◈ আয়ের সঙ্গে ব্যয় মিলাতে পারছেন না সাধারণ মানুষ ◈ মিথ্যা ইতিহাস রচনা করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রাপ্য মূল্যায়ন থেকে বঞ্চিত করা হয়েছে: জামায়াত আমির ◈ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের জন্য ১ কোটি টাকা পুরস্কার ঘোষণা করলেন রাকসু জিএস সালাহউদ্দিন আম্মার

প্রকাশিত : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৪১ দুপুর
আপডেট : ০৭ অক্টোবর, ২০২২, ০৩:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

নগরীতে আগ্নেয়াস্ত্রসহ ৩ অস্ত্র ব্যাবসায়ী গ্রেফতার

ইফতেখার আলম, রাজশাহী : রাজশাহী নগরীতে গান পাউডার ও বিপুল পরিমান আগ্নেয়াস্ত্রসহ তিন অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৭ অক্টোবর) ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।গ্রেফতারকৃতরা হলেন, কাটাখালি থানাধীন কাপাশিয়া পাহাড়পুর এলাকার মোঃ আব্দূল মতিনের ছেলে আতিকুর রহমান আতিক (৩৫) , মতিহার থানাধীন চরকাজলা এলাকার ঝড়ুর ছেলে মোঃ শাহীন আলী (২৫) ও একই থানার ধরমপুর পূর্বপাড়া এলাকার মোঃ নেকছার আলীর ছেলে মোঃ শহিদুল (২৬)।

শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে র‌্যাব-৫, এর কনফারেন্স রুমে একটি সংবাদ সম্মেলনের মাধ্যমে অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল রিয়াজ শাহরিয়ার এ কথা বলেন।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর কাটাখালী থানার কাপাশিয়া পাহাড়পুর এলাকায় অভিযান চালিয়ে এক কেজি একশ গ্রাম গান পাউডার, বোমা তৈরীর স্প্লীন্টার, বল, তারকাটা, চারটি বিদেশী রিভলবার, তিনটি পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ শীর্ষ অস্ত্র কারবারি আতিকুর রহমানসহ তার দুই সহযোগী গ্রেফতার করা হয়।

তাদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, অজ্ঞাত স্থান থেকে তানজিম ও আব্দুর রহিম নামের দুই ব্যক্তি গ্রেফতারকৃতদের এই অস্ত্র ও বোমা তৈরীর সরজ্ঞাম সরবরাহ করেছে।

তাদের রাজশাহীসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতার পরিকল্পনা ছিলো বলেও জানান র‌্যাব অধিনায়ক। এ এইচ

  • সর্বশেষ
  • জনপ্রিয়